ত্রিপুরার চার কেন্দ্রে উপনির্বাচনের ফল রবিবার। প্রতীকী চিত্র।
ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দেখা গেল গেরুয়া ঝড়। চারটি আসনের তিনটিতেই জিতল বিজেপি। একটি আসনে জিতে দু’নম্বরে থাকল কংগ্রেস। বস্তুত, বামফ্রন্টের চেয়েও ভাল ফল করেছে হাত শিবির। তবে সবচেয়ে খারাপ ফল হয়েছে তৃণমূলের। ত্রিপুরাকে পাখির চোখ করা ঘাসফুলের সব আসনেই জামানত জব্দ হয়েছে।
ত্রিপুরাকে পাখির চোখ করা তৃণমূল চারটের কোনও আসনেই আশাপ্রদ ফল করতে পারেনি। সব কেন্দ্রেই শোচনীয় ফল তাদের। যেমন, টাউন বড়দোয়ালি কেন্দ্রের তৃণমূলের ওজনদার প্রার্থী সংহিতা ভট্টাচার্য পেয়েছেন মাত্র ৯৮৬টি ভোট। অন্য দিকে, বাম প্রার্থী পান ৩,৩৭৬টি ভোট। বস্তুত, রবিবার ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলেও দেখা গিয়েছে গেরুয়া ঝড়। অন্য দিকে, তৃণমূল গড়ে ৩ শতাংশ ভোট পেয়েেছে।
ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে রবিবার। এই প্রথমবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বড়দোয়ালি কেন্দ্রে থেকে মানিক পান ১৬,৮৭০টি ভোট। কংগ্রেসের দু’বারের বিধায়ক আশিস সাহা পান ১০,৯৩০টি ভোট।
বাম-কংগ্রেসের কম ভোট তৃণমূলের উপনির্বাচনেও চালকের আসনে বিজেপি। অন্য দিকে, ত্রিপুরাকে পাখির চোখ রাখা তৃণমূলের ফল একেবারেই ভাল হয়নি। বস্তুত, যুবরাজনগর কেন্দ্রে সবচেয়ে কম ভোট পেয়েছে তারা। যুবরাজনগরে বিজেপি এগিয়ে ১৮,৩৮১টি ভোট। সিপিএম ১৪,০৬১টি ভোট। কংগ্রেস ১,৪১৮টি ভোটে এবং তৃণমূল এগিয়ে ১,০৭১টি ভোটে।
মুখ্যমন্ত্রিত্বের কুর্সি ধরে রাখতে হলে তাঁকে জিততেই হত। অবশেষে জয়ী হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। টাউন বড়দোয়ালী কেন্দ্র থেকে জয়ী ঘোষিত হলেন তিনি।
আগরতলা আসনে জিতে কংগ্রেসের মুখ রক্ষা করলেন বিজেপি ছাড়া আসা সুদীপ রায় বর্মণ। বিপ্লব দেবের মন্ত্রিসভার মন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে ফিরে আসেন তাঁর পুরনো দলে। উপনির্বাচনে কংগ্রেসের বাজি ছিলেন তিনিই। জিতলেনও। তবে বাকি তিনটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
টাউন বরদোয়ালি কেন্দ্রে এগিয়ে বিজেপির মানিক টাউন বরদোয়ালি কেন্দ্রে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ৫ বারের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুদীপ রায়বর্মনের আগরতলার প্রার্থী। ওই কেন্দ্রে এগিয়ে আছেন তিনি। বাকি তিনটি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। চার রাউন্ড গণনার শেষে কংগ্রেসের আশিস সাহার থেকে ২,৩০০ ভোটে এগিয়ে বিজেপির মানিক।
চার কেন্দ্রের মধ্যে তিনটিতে এগিয়ে বিজেপি। মুখ্যমন্ত্রী মানিক নিজেও তাঁর কেন্দ্রে এগিয়ে রয়েছেন। কংগ্রেস একমাত্র আগরতলায় এগিয়ে আছে।
টাউন বরদোয়ালি কেন্দ্রে এগিয়ে বিজেপির মানিক টাউন বরদোয়ালি কেন্দ্রে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এখনই তিন হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। কংগ্রেসের আশিস সাহা পেয়েছেন ৬৭২০টি ভোট। এ পর্যন্ত মানিক পেয়েছেন ১০ হাজার ৬৮টি ভোট।
গত ২৩ জুন ত্রিপুরার আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা এবং যুবরাজনগরে ভোট হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিভিন্ন দলের মোট ২২ জন প্রার্থী। ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৩২ জন। চার কেন্দ্রের ২২১টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৩টিকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বলে ঘোষণা করে নির্বাচন কমিশন।
ত্রিপুরার বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে তৃণমূল। এর আগে পুরভোটে লড়ে খাতা খোলা হয়নি। এ বার উপনির্বাচনে ৪ আসনে প্রার্থী দিয়েছে তারা। কেমন হবে তাদের ফল? বামেরাই বা কেমন ফল করবে, নজর সেদিকেও।
৫ বারের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুদীপ রায়বর্মনের আগরতলার প্রার্থী। ওই কেন্দ্রে ফলের দিকে নজর রয়েছে।
বিধানসভা ভোটের ৯ মাস আগে উপনির্বাচন বিজেপির কাছে অনেকটা অ্যাসিড টেস্টের মতো। এই প্রথমবার মুখ্যমন্ত্রী মানিক সাহা ভোটে লড়ছেন। টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী মানিকের ফল কী হবে? এই কেন্দ্রের ২ বারের বিধায়ক হেভিওয়েট কংগ্রেস নেতা আশিস সাহার ফলাফলেও নজর থাকছে।
ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হচ্ছে রবিবার। এই প্রথম বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বড়দোয়ালি কেন্দ্রে বিজেপি প্রার্থী মানিক কত ভোট পাবেন, নজর সে দিকে। অন্য দিকে, কংগ্রেসের সুদীপ রায় বর্মণ এবং আশিস সাহা কেমন ফল করেন, সেটাও দেখার। ত্রিপুরা বিধানসভা ভোটকে পাখির চোখ করা তৃণমূল কি ফুল ফোটাতে পারবে পদ্ম-রাজ্যে? বামেদেরই বা ফলাফল কেমন হবে? ফল ঘোষণার আগে টানটান উত্তেজনা।