নবান্নে বৈঠক ত্রিপুরার ক্ষুব্ধ কংগ্রেস নেতাদের

তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত আগরতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশের মঞ্চে ঘোষণা করবেন ত্রিপুরার বিক্ষুব্ধ কংগ্রেস নেতারা। বিধায়ক আশিস সাহা আজ এমনই ইঙ্গিত দিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০৪:৩২
Share:

তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত আগরতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশের মঞ্চে ঘোষণা করবেন ত্রিপুরার বিক্ষুব্ধ কংগ্রেস নেতারা। বিধায়ক আশিস সাহা আজ এমনই ইঙ্গিত দিলেন। কলকাতায় তৃণমূল নেত্রীর সঙ্গে দু’দফায় বৈঠক করেছেন ত্রিপুরা কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়করা। গত কাল প্রথম বৈঠক হয় তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়িতে। দ্বিতীয়টি হয় আজ সকালে, নবান্নে। মমতার সঙ্গে তাঁদের ঘণ্টাখানেক কথা হয়।

Advertisement

এর পরে আশিসবাবু জানান, ২০ থেকে ২৬ জুনের মধ্যে তৃণমূল নেত্রী ত্রিপুরায় যেতে পারেন। তাঁর সামনেই বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায়বর্মনের নেতৃত্বে তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করবেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় ক্ষমতা দখলের লক্ষ্যে তৃণমূলের কর্মসূচি কী হবে, সে কথা মমতা তাঁদের জানিয়েছেন। এ বিষয়ে মুকুল রায়ের সঙ্গেও বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কদের আলোচনা হয়েছে। সুদীপ রায়বর্মন, আশিস সাহা, দিবাচন্দ্র রাঙ্খল এ দিন মমতার সঙ্গে দেখা করেন। হাজির ছিলেন প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement