—প্রতীকী ছবি।
বিরোধীরা এককাট্টা। তার সঙ্গে তিন তালাক নিয়ে মোদী সরকারের চিন্তা বাড়াল এনডিএ-র শরিক দল নীতীশ কুমারের জেডিইউ। সাধারণত সরকারের দিকে ঝুঁকে থাকা দুই দল, এডিএমকে ও বিজু জনতা দলও রাজ্যসভায় তিন তালাক বিলের বিরুদ্ধে অবস্থান নিল।
কংগ্রেস, তৃণমূল, সপা, বসপা, বাম, ডিএমকে, তেলুগু দেশম-সহ সব বিরোধী দল আজ রাজ্যসভায় এককাট্টা হয়ে দাবি তুলল, কেন্দ্রের তিন তালাক বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। সরকারকে চাপে ফেলে নীতীশ কুমারের দল জানিয়ে দেয়, এ নিয়ে ভোটাভুটি হলে তারা তাতে অংশ নেবে না। ফলে তিন তালাক বিল ঝুলেই রইল।
লোকসভাতেই বিরোধীরা দাবি তুলেছিলেন, তিন তালাক বিলটি যৌথ সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। কিন্তু সংখ্যার জোরে মোদী সরকার বিল পাশ করিয়ে নিয়েছিল। কিন্তু রাজ্যসভায় সরকারের পক্ষে সংখ্যা নেই। বিরোধিতার মুখে পড়তে হবে জেনেও, আজ রাজ্যসভায় তিন তালাক বিল পেশ করে মোদী সরকার। বিল পাশে নজর রাখতে রাজ্যসভায় বিজেপি সভাপতি অমিত শাহ নিজে হাজির ছিলেন।
কিন্তু বিরোধীরাও সকাল থেকেই বৈঠক করে তৈরি ছিলেন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বিরোধীদের হয়ে প্রস্তাব আনেন, বিল সিলেক্ট কমিটিকে পাঠানো হোক। প্রস্তাবিত কমিটির সদস্যদের নামও সুপারিশ করেন বিরোধীরা। তাতে এডিএমকে-র সাংসদেরও নামও ছিল। সরকারকে চাপে ফেলে বিজু জনতা দলও জানিয়ে দেয়, সরকারের বিলে তাদের আপত্তি রয়েছে।
আরও পড়ুন: দেশ বদলে দেব ভাবিনি, বিস্ময় মোদীর মন্তব্যে
জেডিইউ লোকসভায় ভোটাভুটিতেও অংশ নেয়নি। কিন্তু লোকসভায় জেডিইউ-র মাত্র দু’জন সাংসদ। রাজ্যসভায় ছ’জন। রাজ্যসভায় এডিএমকে, বিজু জনতা দল এবং জেডিইউ-র সমর্থন না মিললে কোনওভাবেই বিল পাশ করানো সম্ভব নয় বুঝে রাজনৈতিক আক্রমণ শুরু করেন কেন্দ্রের মন্ত্রীরা। সংসদীয় প্রতিমন্ত্রী বিজয় গয়াল অভিযোগ তোলেন, কংগ্রেস রাজনীতি করে তিন তালাক বিলে বাধা দিচ্ছে। মুসলিম বা মুসলিম মহিলাদের স্বার্থে তিন তালাকে শাস্তির নিদান করে বিল আনা হচ্ছে। কংগ্রেস-সহ বিরোধীরা তাতে বাধা দিচ্ছেন। বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদের পাল্টা অভিযোগ, মোদী সরকার সংসদীয় কমিটিতে বিল নিয়ে আলোচনার প্রথাই তুলে দিতে চায়। হট্টগোলে বুধবার পর্যন্ত সভা মুলতুবি করেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ।
চার মাস আগে এই ডেপুটি চেয়ারম্যান পদে ভোটাভুটির সময়েই, এনডিএ-র পক্ষে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও বিজেপি নেতারা কংগ্রেসকে হারিয়ে জেডিইউ-র হরিবংশকে জিতিয়ে এনেছিলেন। সে সময় এডিএমকে, বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেসের ভোট পেয়েছিলেন এনডিএ প্রার্থী। কিন্তু চার মাস গড়ানোর পরে সেই পুরনো মিত্ররাই আর তিন তালাক নিয়ে মোদী সরকারের পাশে দাঁড়াতে রাজি নয়।