Doll

Thailand: সমুদ্রতটে ভেসে এল মাথা কাটা ‘নিরাবরণ তরুণীর দেহ’! উদ্ধারে এসে চমকে গেল পুলিশ

দেহের নিম্নাংশে কোনও পোশাক নেই। গায়ে শুধু একটি বাদামি রংয়ের জামা। মূহূর্তে হুলস্থুল শুরু হয় এলাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ১০:১৬
Share:

বেড়াতে গিয়ে শিউরে ওঠেন পর্যটকেরা প্রতীকী চিত্র।

তাইল্যান্ডের ব্যাং সায়েন সমুদ্রতটে বেড়াতে গিয়ে আঁতকে উঠেছিলেন এক দল পর্যটক। বালির মাঝে ওটা কী পড়ে আছে! মাথা কাটা তরুণীর দেহ! দেহের নিম্নাংশে কোনও পোশাক নেই। গায়ে শুধু একটি বাদামি রংয়ের জামা। মূহূর্তে হুলস্থুল শুরু হয় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে।

Advertisement

বৃহস্পতিবার এই ‘মৃতদেহ’ উদ্ধারের ঘটনার খবর পেয়ে ছুটে যায় সাইক সুক এলাকার পুলিশ। পরে পুলিশি তদন্তে উঠে এল ‘সত্য’। ওই ‘দেহ’ উদ্ধারের পর পুলিশ আধিকারিক রা হাসবেন না কাঁদবেন, ভেবে উঠতে পারেননি। কারণ উদ্ধার হওয়া ‘দেহ’ কোনও তরুণীর নয়, নিখাত জড় বস্তুর, একটি আদর পুতুলের (সেক্স ডল)!

যাকে ঘিরে হইহই কাণ্ড। ছবি: সংগৃহীত।

সঙ্গে সঙ্গে ওই পুতুলটিকে সমুদ্রসৈকত থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি সেক্স ডলটি যার, তাঁকে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে বলেছে পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পর্যটকদের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement