কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সাইন্স, ব্যাঙ্গালোর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, মাদ্রাজ।
তালিকার দু’ নম্বরে রয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, নয়া দিল্লি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, বম্বে।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং খরগপুর আইআইটি রয়েছে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে তৃতীয় স্থানে।
জওহরলাল সেন্টার ফর অ্যাডভান্সন্ড সায়েন্টিফিক রিসার্চ, বেঙ্গালুরু এবং আইআইটি দিল্লি রয়েছে এই তালিকার চতুর্থ স্থানে।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আইআইটি কানপুর।
তালিকার ১৬ নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ১৯ নম্বরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও এই তালিকার প্রথম ২৫-এর মধ্যে নাম নেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের।