গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জোটবদলের জল্পনা দানা বাঁধতেই শুরু হয়েছে যুযুধান দুই শিবিরের রাজনৈতিক তৎপরতা। বিজেপি বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’ ছেড়ে নীতীশ আবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে ফিরতে পারেন বলে জেডিইউর কয়েক জন সাংসদ-বিধায়ক শনিবার ইঙ্গিত দিয়েছেন। আজ জেডিইউ-র বিধায়কদের বৈঠক ডাকা হয়েছে। সেখানে আনুষ্ঠানিক ভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে কানাঘুষো চলছে। নীতীশের ‘মনের কথা’ জানা যাবে আজ। একই সঙ্গে আজ উত্তরবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর রয়েছে। উত্তরবঙ্গেই রয়েছে রাহুল গান্ধীর ‘ন্যায় যাত্রা’। আজ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’।
নীতীশ ও বিহারের রাজনীতি
সাম্প্রতিক পরিস্থিতিতে সক্রিয় বিহারের আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধন। প্রাক্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ‘হিন্দুস্তানি আওয়াম মোর্চা’ (হাম)-এর প্রধান জিতনরাম মাঝিঁর সঙ্গে দুই শিবিরের নেতাদেই যোগাযোগ করে চার বিধায়কের সমর্থন নিশ্চিত করতে সক্রিয় হয়েছেন। আজ নজর থাকবে এই খবরে।
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা
আজ উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে পৌঁছে সেখানে তিনি রাত্রিবাস করবেন। সোমবার যোগ দেবেন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। এর পর কোচবিহার থেকে সোজা যাবেন উত্তরকন্যায়। এই দফায় উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি মুর্শিদাবাদ এবং নদিয়াতেও প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা মমতার। উত্তরবঙ্গ যাওয়ার আগে বা কোচবিহারে পৌঁছে মমতা কী বলেন, সে দিকে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রাহুলের ‘ন্যায় যাত্রা’ উত্তরবঙ্গে
দু’দিন বিরতির পর ফের শুরু হচ্ছে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু হচ্ছে। জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে ওই যাত্রা শুরু হবে। তার পর তা যাওয়ার কথা শিলিগুড়ির উদ্দেশে। রাহুল শিলিগুড়িতেই যাত্রায় যোগ দিতে পারেন বলে কংগ্রেস সূত্রে খবর। প্রশাসনিক অনুমতি না থাকার কারণে এই যাত্রা কত দূর যাবে, আদৌ শিলিগুড়িতে পৌঁছবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রাহুলের যাত্রার বিবিধ খবরে আজ নজর থাকবে।
প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ রয়েছে। রামমন্দির উদ্বোধন ও পদ্মসম্মান ঘোষণার পর এটাই তাঁর প্রথম ‘মন কি বাত’। তা ছাড়া আগামী কয়েক মাসের মধ্যেই দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে। সেই কারণে নিজের সরকারের ১০ বছরের কাজের খতিয়ানও পেশ করতে পারেন প্রধানমন্ত্রী। আজকের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কী বলেন, কী বার্তা দেন, সেই খবরে নজর থাকবে।
সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল
আজ সুপার কাপের ফাইনালে খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ওড়িশা এফসি। বহু বছর কোনও বড় ট্রফি নেই ইস্টবেঙ্গলে। আজ ফাইনালে কুয়াদ্রাতের দল কি জিততে পারবে? খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। খেলা দেখা যাবে জিয়ো সিনেমায়।
প্রথম টেস্ট: কত রান তাড়া করতে হবে ভারতকে?
জমে গিয়েছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থাকার পর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩১৬ রান তুলেছে। তৃতীয় দিনের শেষে তারা ১২৬ রানে এগিয়ে। হাতে ৪ উইকেট। চতুর্থ ইনিংসে কত রান তাড়া করতে হবে ভারতকে? চতুর্থ দিনের খেলা শুরু সকাল সাড়ে ৯টা থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।
রাজ্যে শীত কেমন?
হাড়কাঁপানো শীতের দেখা না মিললেও কনকনে উত্তুরে হাওয়ার কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কমের দিকেই। তবে জানুয়ারির শেষ থেকে বদল আসতে পারে রাজ্যের আবহাওয়ায়। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, নতুন মাসের প্রথম দিন থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গে। ফলে আবার চড়বে তাপমাত্রার পারদ।
ছোটদের বিশ্বকাপে ভারত
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আজ গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারত। বিপক্ষে আমেরিকা। প্রথম দু’টি ম্যাচে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডকে হারিয়ে ভারত ইতিমধ্যেই সুপার সিক্সে চলে গিয়েছে। উদয় সাহারানের অধিনায়কত্বে ভারতের ছোটরা কি জয়ের ধারা বজায় রাখতে পারবে? খেলা শুরু দুপুর দেড়টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।
অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল
বছেরর প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি কার হাতে উঠবে? আজ অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনাল। মুখোমুখি চতুর্থ বাছাই ইয়ানিক সিনার ও তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ। খেলা শুরু দুপুর ২টো থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টসে।
রঞ্জি ট্রফিতে বাংলা
অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে দারুণ জায়গায় বাংলা। শনিবার অধিনায়ক মনোজ তিওয়ারির শতরানে প্রথম ইনিংসে ৪০০ রানের গণ্ডি পার করে বাংলা। জবাবে দ্বিতীয় দিনের শেষে অসম ৯৯ রান তুলতেই ৮ উইকেটে হারিয়েছে। আজ তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯টা থেকে।