গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
দিল্লিতে বিষ বাতাস, তলানিতে দৃশ্যমানতাও, পরিস্থিতির উন্নতি হবে কি?
ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি এবং তার আশপাশের অঞ্চল। দৃশ্যমানতাও যথেষ্ট কম। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য বলছে, বুধবার সকালে রাজধানীর বাতাসের গুণমান সূচক নেমেছে ৪২২ এ। সাধারণত বাতাসের গুণমানের সূচক ৪৫০ অতিক্রম করলেই তা ‘অতি ভয়ানক’ বলে বিবেচিত হয়। গত কয়েক দিন রাজধানীর বাতাসের গুণমান সূচকের মান ৪৫০-এর কাঁটা পেরিয়ে গিয়েছিল। বুধবার সেই তুলনায় দূষণ কিছুটা কম ছিল বটে, তবে বিপদসীমার কাছেই রয়েছে বাতাসের গুণমান। দূষণ হ্রাসের ইঙ্গিত মিলেছে। তবে এখনও রাজধানীর ১২টিরও বেশি জায়গায় বাতাস ‘অতি ভয়ঙ্কর’ পর্যায়ে রয়েছে। দূষণের কারণে দিল্লিতে ছোটদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। অনলাইনে চলছে পঠনপাঠন। ৫০ শতাংশ সরকারি কর্মচারীও বাড়ি থেকে কাজ করবেন বলে বিধি চালু করা হয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।
মন্দারমণির ‘অবৈধ’ নির্মাণ ঘিরে চাপানউতর ও বিতর্ক
‘কোস্টাল রেগুলেটেড জ়োন’ (সিআরজ়েড) আইন না মানায় জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুসারে মন্দারমণির শতাধিক হোটেল-লজ ভাঙার নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। তার প্রেক্ষিতে মন্দারমণির হোটেলমালিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের ফোনে কথা হয় মঙ্গলবার। হোটেল মালিকেরা ব্যবসায়িক লোকসানের আশঙ্কা প্রকাশ করেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তার পর হোটেল মালিকদের আশ্বস্ত করেছেন যে, সেখানে কোনও বুলডোজ়ার চলবে না। শেষ পর্যন্ত জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ কার্যকর হবে কি না, কিংবা কোন পথে এই সমস্যার সমাধান হবে, তা নিয়ে আলোচনা চলছে। মন্দারমণির অবৈধ নির্মাণ বিষয়ক ঘটনার দিকে নজর থাকবে আজও।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে সিপিএমের সিজিও অভিযান
আদালতের নির্দেশে আরজি কর-কাণ্ডের তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দায়িত্ব নেওয়ার পরে ১০০ দিন পার হয়ে গিয়েছে। আজ নির্যাতিতার জন্য বিচার চেয়ে সল্টলেকের সিবিআই দফতর অভিযানের কর্মসূচি করবে সিপিএম। দুপুর ১টায় হাডকো মোড়ে জমায়েত করে সিজিও অভিমুখে মিছিল করার পরিকল্পনা করেছে তারা।
অশান্ত মণিপুরে রাজনৈতিক ডামাডোল, শান্তি ফিরবে কি
মণিপুরে নতুন করে অশান্তি ছড়ানো রুখতে তৎপর প্রশাসন। সেখানকার সাত জেলায় মোবাইলে ইন্টারনেট সংযোগ আরও তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিরিবাম জেলায় হিংসা ছড়ানোর পর ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং, বিষ্ণুপুর, থৌবল, চূড়াচাঁদপুর এবং কাংপোকপি জেলায় শনিবার থেকে ইন্টারনেট বন্ধ রয়েছে। সোমবার থেকে ব্রন্ডব্যান্ড পরিষেবা চালু হলেও, মোবাইলে এখনও ফেরেনি ইন্টারনেট। অন্য দিকে, ইম্ফল এবং সংলগ্ন অঞ্চলে এখনও বিক্ষোভ, প্রতিবাদ চলছে। তবে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, কাকচিং এবং থৌবালে কার্ফু আংশিক শিথিল করা হয়েছে। আজ এই পাঁচ জেলায় ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্ফু শিথিল থাকবে। তবে শনিবার পর্যন্ত এই পাঁচটি জেলায় সব স্কুল এবং কলেজ বন্ধ থাকবে।
রাজ্য জুড়ে শীতের আমেজ, পারদ কোথায় কতটা নামল?
রাজ্য জুড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে। ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। আগামী কয়েক দিন অবশ্য তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকাও। এই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।