গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
সইফের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তদন্তের গতিপ্রকৃতি
নিজের বাড়িতেই গুরুতর জখম সইফ আলি খান। পার্টি করে মধ্যরাতে বাড়ি ফেরেন স্ত্রী করিনা কপূর খান। বাড়ির অন্দরে হঠাৎ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দেখে চিৎকার করে উঠেছিলেন অভিনেত্রী। হামলাকারীকে বাধা দেওয়ার চেষ্টাও করেছিলেন পরিচারিকা। ঘটনা দেখে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে জখম হন সইফ। হাসপাতালে নিয়ে গেলে আড়াই ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। এই মুহূর্তে বিপন্মুক্ত অভিনেতা। সইফের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করেছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। কিন্তু এখনও তাঁকে গ্রেফতার করা যায়নি। আজ এই খবরে নজর থাকবে।
স্যালাইন-কাণ্ডে সিআইডির তদন্ত কোন পথে এগোচ্ছে
স্যালাইন-কাণ্ডের পরে দায়িত্ব থেকে সরানো হয়েছে স্বাস্থ্য দফতরের বিশেষ সিনিয়র সচিব চৈতালি চক্রবর্তীকে। ওষুধ সংক্রান্ত বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে শুভাঞ্জন দাসকে। অন্য দিকে, স্যালাইন নিয়ে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাই কোর্ট। রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিবের কাছেও। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও রাজ্যকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এই কাণ্ডে চিকিৎসকদের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
কত দূর এগোল বাঘাযতীনের ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজ
বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজ এখনও চলছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন মেয়র ফিরহাদ হাকিম। ওই চারতলা ফ্ল্যাটবাড়ির প্রোমোটারকেও গ্রেফতার করেছে পুলিশ। বকখালির একটি রিসর্ট থেকে পাকড়াও করা হয়েছে পলাতক প্রোমোটারকে। হেলে পড়া ফ্ল্যাটবাড়ি সোজা করার কাজের জন্য তিনি পুরসভার কাছ থেকে কোনও অনুমতি নেননি বলে অভিযোগ উঠেছে। এমনকি, পুরসভাকে না-জানানোর জন্য ফ্ল্যাটের বাসিন্দাদের উপর চাপ তৈরি করেছিলেন বলে অভিযোগ। এই অবস্থায় শুক্রবার ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজ কত দূর এগোবে? ধৃতকে জেরা করে পুলিশের হাতে কি কোনও তথ্য আসবে? সে দিকে নজর থাকবে দিনভর।
মাঘেও চেনা শীত নেই, কবে পারদপতনের সম্ভাবনা
পর পর পশ্চিমি ঝঞ্ঝায় চেনা শীতের আমেজ উধাও হয়েছে বঙ্গে। পৌষ পেরিয়ে মাঘ মাস শুরু হলেও তাপমাত্রা তেমন কমেনি। আগামী চার-পাঁচ দিনেও তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে ফের কিছুটা পারদপতন হতে পারে। একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ও ‘টক টু মেয়র’
আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে ফিরহাদ হাকিমের। প্রতি সপ্তাহে এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর অভিযোগ, তাঁদের সমস্যার কথা শোনেন মেয়র। টেলিফোনের মাধ্যমে ফিরহাদের কাছে সরাসরি নিজেদের অভিযোগ জানাতে পারেন কলকাতাবাসী। আজ বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত চলবে ফিরহাদের এই ‘টক টু মেয়র’ কর্মসূচি। এর পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করবেন তিনি। ওই সাংবাদিক বৈঠকে উঠে আসতে পারে শহরের বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভার পদক্ষেপের কথা। গার্ডেনরিচকাণ্ডের পর বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাটবাড়ি বিতর্ক— এই আবহে মেয়র কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে আজ।
চালু হচ্ছে এইচ-১বি ভিসার নতুন নিয়ম
আমেরিকায় কর্মসূত্র বসবাসকারী বিদেশিদের জন্য প্রয়োজন হয় এইচ-১বি ভিসার। সে দেশের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিওরিটি সম্প্রতি এই ভিসার নিয়মে বেশ কিছু বদল এনেছে। এইচ-১বি ভিসার নতুন নিয়ম কার্যকর হচ্ছে শুক্রবার থেকে। ২০২০ সালে ট্রাম্পের আমলে এইচ-১বি ভিসা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এ বারের ভোটের আগেও এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশ থেকে কর্মী আনার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। এ বার ট্রাম্পের শপথগ্রহণের ঠিক তিন দিন আগে এইচ-১বি ভিসার নতুন নিয়ম কার্যকর হচ্ছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিওরিটি অবশ্য এটিকে ‘আধুনিকীকরণ’ বলেই ব্যাখ্যা করছে। ঘটনাচক্রে, আজই বেঙ্গালুরুতে আমেরিকার কনসুলেট চালু হওয়ার কথা রয়েছে।