পাথরের পরেই অস্ত্র ওঠে হাতে: সেনা

তাঁর ব্যাখ্যা, পাথর হাতে নেওয়ার পরেই কাশ্মীরি যুবকদের হাতে ওঠে আগ্নেয়াস্ত্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৯ ০২:২৯
Share:

পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন কাশ্মীরি যুবকেরা। —ফাইল চিত্র।

পাথর ছুড়লে পরবর্তী কালে তার পরিণতি মৃত্যু। কাশ্মীরি মায়েদের আজ এমন ভাবে সতর্ক করল ভারতীয় সেনা।

Advertisement

সেনা বাহিনীর ১৫ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল যোগেন্দ্র সিংহ ধিঁলো আজ শ্রীনগরে এক সাংবাদিক বৈঠকে পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন, যে যুবকেরা পাথর ছোড়ার পথ ধরে জঙ্গি দলে নাম লেখায়, তারা সকলেই কোনও না কোনও সময়ে সেনা বাহিনীর গুলিতে নিহত হয়। তাঁর ব্যাখ্যা, পাথর হাতে নেওয়ার পরেই কাশ্মীরি যুবকদের হাতে ওঠে আগ্নেয়াস্ত্র। ধিঁলোর কথায়, ‘‘প্রথম দিকে ৫০০ টাকার জন্য যে কাশ্মীরি যুবারা হাতে পাথর তুলে নেয়, ভবিষ্যতে তাদের বেশির ভাগের হাতেই ওঠে অস্ত্র।’’ বহু বার দাবি উঠেছে, কাশ্মীরে পাথর ছোড়া বাহিনী সামলাতে কেন্দ্র যেন নমনীয় মনোভাব দেখায়। কিন্তু তার মধ্যে সেনার এই সতর্কবার্তা নতুন বিতর্ককে উস্কে দিল।

সাংবাদিক বৈঠকে ধিঁলো স্পষ্টই বলেছেন, ‘‘পাথর ছোড়া যে সব কিশোর-যুবক পরবর্তী কালে জঙ্গিদের দলে নাম লেখায়, তাদের আয়ু খুব কম।’’ তিনি জানান, যারা পাথর ছোড়ে, তাদের মধ্যে অন্তত ৮৩% যুবক জঙ্গি দলে নাম লেখায়। কিন্তু প্রথম সপ্তাহেই ৭% জঙ্গিকে মেরে ফেলে সেনা। এক মাসের মধ্যে মারা হয় ৯% জঙ্গিকে। ছ’মাসে শেষ হয় ৩৬% জঙ্গি এবং বাকি ৬৪% জঙ্গিকে মারা হয় এক বছরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement