Yogi Adityanath

লক্ষ কোটির জিডিপি লক্ষ্য আদিত্যনাথের

২০২২-এর বিধানসভা ভোটে রাজ্যের মানুষকে এই স্বপ্ন দেখিয়েই যোগী ফের মুখ্যমন্ত্রীর গদিতে ফিরতে চাইছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ০৩:০২
Share:

—ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী ২০২৪-এর মধ্যে দেশের অর্থনীতিকে ৫ লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশকে ২০২৫-এর মধ্যে ১ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিচ্ছেন। ২০২২-এর বিধানসভা ভোটে রাজ্যের মানুষকে এই স্বপ্ন দেখিয়েই যোগী ফের মুখ্যমন্ত্রীর গদিতে ফিরতে চাইছেন।

Advertisement

রাজনৈতিক সূত্রের খবর, জুন মাস থেকেই উত্তরপ্রদেশের জিডিপি-কে ১ লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। তার জন্য একটি উপদেষ্টা সংস্থাও নিয়োগ করছে যোগী সরকার। কিন্তু লকডাউনের ফলে সরকারি প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার নতুন করে উপদেষ্টা সংস্থা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

নরেন্দ্র মোদী ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির লক্ষ্য ঘোষণা করার পরে কংগ্রেস নেতা পি চিদম্বরমের মতো বিরোধী নেতারা বলেছিলেন, এটা তো স্বাভাবিক নিয়মেই হবে। এর মধ্যে কৃতিত্বের কী রয়েছে? কিন্তু এখন কোভিড ও লকডাউনের ধাক্কায় জিডিপি প্রায় ২৪ শতাংশ কমে যাওয়ায় সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না, তা নিয়েই সংশয় দেখা দিয়েছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ অবশ্য ২০২৫-এর মধ্যে রাজ্যের জিডিপি-কে ১ লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য পিছিয়ে দিতে নারাজ। রাজ্যের বিজেপি নেতাদের দাবি, ২০১৮-১৯-এ রাজ্যের জিডিপি ২৩ হাজার কোটি ডলার ছিল। আর্থিক বৃদ্ধিরহার ছিল প্রায় ৭ শতাংশ। তবে করোনার ধাক্কায় তা কোথায় পৌঁছবে, তা নিয়ে এখন তাঁরাও চিন্তায় পড়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement