Women

Women auto stand: মেয়েরাই চালাবেন, তাঁরাই সামলাবেন অন্ধ্রের ‘স্পেশাল’ অটো পরিষেবা

তিরুপতি শহরের বিভিন্ন অঞ্চলে মহিলা যাত্রীদের জন্য চালু হল স্পেশাল ‘শি অটো স্ট্যান্ড’। এই অটো চালাবেন মহিলা চালকেরাই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ১৪:১১
Share:

তিরুপতির স্পেশাল অটো স্ট্যান্ডে কিছু মুহূর্ত ছবি: টুইটার

মহিলা নিত্যযাত্রীদের নিরাপত্তা সুরক্ষিত করতে অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি শহরের পুলিশ আধিকারিক ভেঙ্কট অপ্পলা নাইডু, বিধায়ক ভুমনা করুণাকর রেড্ডি এবং মেয়র আর শিরীষ তিরুপতি শহরের বিভিন্ন অঞ্চলে মহিলাদের জন্য স্পেশাল ‘শি অটো স্ট্যান্ড’ চালু করলেন।

Advertisement

Advertisement

মহিলা নিত্যযাত্রীদের ছবি ছবি: টুইটার

এখানে শুধুমাত্র মহিলা চালকদের দ্বারাই অটো পরিচালনা করা হবে।মহিলা নিত্যযাত্রীদের জন্য গণপরিবহণ মাধ্যমকে আরও সুষ্ঠু এবং নিরাপদ করে গড়ে তুলতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।আরটিসি বাস স্ট্যান্ড, মহিলা বিশ্ববিদ্যালয় এবং রুইয়া হাসপাতালের নিকটবর্তী অটো স্ট্যান্ডে মহিলা চালকেরা গোলাপি রঙের পোশাক পরে অটোর সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন।

মহিলা চালকদের ছবি ছবি: টুইটার

বিধায়ক রেড্ডির মতে, “অন্ধ্রপ্রদেশ রাজ্যে তিরুপতিতেই প্রথম মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্পেশাল অটো স্ট্যান্ড চালু করা হল।”

তিনি আরও বলেন, “এর আগে মহিলা চালকেরা পুরুষ চালকদের সঙ্গে একই অটো স্ট্যান্ডে তাঁদের গাড়ি রাখতেন। এখন আর সেই অসুবিধে হবে না। এতে মহিলা যাত্রীরা আরও নিরাপদ অনুভব করবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement