প্রতীকী ছবি
আইএস (ইসলামিক স্টেট) জঙ্গি সন্দেহে পুলিশের জালে ধরা পড়ল তিন জন। মাস কয়েক আগেই গুজরাতের রাজকোট ও ভাবনগর থেকে একই সন্দেহে আটক করা হয়েছিল ওয়াসিম রামোদিয়া এবং নইম রামোদিয়া নামে দুই ভাইকে। পুলিশের সন্দেহ ছিল, তারা আইএসের হয়ে কাজ করছে। বৃহস্পতিবার জালন্ধর, মুম্বই এবং বিজনৌর এলাকা থেকে সন্দেহভাজন তিন জনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ এটিএস (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড) এবং দিল্লি পুলিশের একটি বিশেষ বাহিনী। পুলিশের অনুমান, ওই তিন সন্দেহভাজনই আইএস-এর সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: কোন ব্যাঙ্কের কাছে থেকে কত কোটি টাকা ধার করেছেন মাল্য?
কিছু দিন ধরেই পাঁচ রাজ্যের পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নেমেছে উত্তরপ্রদেশ এটিএস। প্রাথমিক পর্যায়ে মুম্বই, জলন্ধর, বিহারের নারকাটিয়াগঞ্জ, বিজনৌর এবং উত্তরপ্রদেশের মুজফফরনগর-এ এই অভিযান শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, কিছু দিন আগেই খবর আসে ভারতে নাশকতার ছক কষছে জঙ্গিরা। এর পরেই পাঁচ রাজ্য জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়। আরও ছয় জন সন্দেহভাজনকে জঙ্গি কার্যকলাপে জড়িত সন্দেহে আটক করে জেরা করা হচ্ছে। উত্তরপ্রদেশ এটিএস-এর এক আধিকারিক জানান, তাঁদের সঙ্গে এই অভিযানে দিল্লি পুলিশের বিশেষ সেল ছাড়াও অন্ধ্রপ্রদেশ পুলিশের গোয়েন্দা শাখা, মহারাষ্ট্র এটিএস, পঞ্জাব এবং বিহারের বিশেষ পুলিশ বাহিনী যুক্ত রয়েছে।