অমরনাথ যাত্রার বেস ক্যাম্পের কাছে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু হল তিন জনের। মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলায় বালতালের কাছে এই ঘটনায় আহত অন্তত ১০ জন। জলের তোড়ে ভেসে গিয়েছে অন্তত ১১ জন।
শুক্রবার রাতে থেকেই এলাকায় প্রবল বৃষ্টি পড়ছিল। এ দিন সকালে একাধিক বার মেঘ ভেঙে বৃষ্টি হয় ওই এলাকায়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বৃষ্টিতে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এক জন ১৩ বছরের বালক এবং অন্য জন ১২ বছরের বালিকা। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বেশ কয়েকটি রাস্তা। ধস নেমেছে শ্রীনগর-কার্গিল সড়কের বেশ কিছুটা অংশে। আপাতত বন্ধ রাখা হয়েছে শ্রীনগর-লেহ সড়ক। জলের তোড়ে ভেসে গিয়েছে তীর্থযাত্রীদের বেশ কয়েকটি তাঁবু। তবে তীর্থয়াত্রীদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।