সিপিআই (এম-এল) লিবারেশনের সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ফাইল চিত্র।
বাম ঐক্যের বার্তা দিতে সিপিএমের পার্টি কংগ্রেসের মঞ্চে বরাবরই উপস্থিত থাকেন সহযোগী বাম দলগুলির নেতৃত্ব। সিপিএমের ২৩তম পার্টি কংগ্রেসে আগাগোড়া রয়েছেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা। পার্টি কংগ্রেসের উদ্বোধনী পর্বে বক্তৃতা করেছেন, আলোচনাসভায় অংশগ্রহণ করেছেন। কিন্তু এ বারই প্রথম হাজির নেই অন্য তিন বাম দল আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই (এম-এল) লিবারেশনের কেউ। তিন দলের তিন বাঙালি সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, দেবব্রত বিশ্বাস ও দীপঙ্কর ভট্টাচার্য অবশ্য লিখিত বার্তা পাঠিয়ে বিজেপির বিরুদ্ধে বাম, গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বলেছেন। কেরলে আরএসপি এবং ফ ব অবশ্য বামেদের উল্টো শিবিরে কংগ্রেসের ফ্রন্ট ইউডিএফের সঙ্গে রয়েছে! দেবব্রতবাবু ভুবনেশ্বরে ও দীপঙ্করবাবু রাঁচিতে নিজেদের দলের বৈঠকের জন্য আসতে না পারার কথা জানিয়েছেন। সেই সঙ্গেই দীপঙ্করবাবু লিখেছেন, বাংলায় বিধানসভা ভোটের সময়ে সিপিএমের সঙ্গে তাঁদের কৌশলগত পার্থক্য সামনে এসেছিল কিন্তু বৃহত্তর স্বার্থে ‘কমরেডসুলভ মনোভাব’ নিয়েই সেই দূরত্ব মিটিয়ে ফেলা যাবে বলে তাঁরা আশাবাদী। সিপিএমেপ পার্টি কংগ্রেসে সহমর্মিতা জানিয়ে বার্তা পাঠিয়েছে বিভিন্ন দেশের মোট ৪০টি কমিউনিস্ট ও সমাজতান্ত্রিক দল।