ছবি সৌজন্য ফেসবুক।
অনেক সময় সামনে বা কাছের জিনিসও আমাদের চোখে পড়ে না। অপটিক্যাল ইলিউশন বা চোখের ভ্রমের কারণে এমনটা হয়ে থাকে। তেমনই কিছু ছবি নেটমাধ্যমে মাঝেমধ্যেই ভাইরাল হয়, যেগুলো শেয়ার করে জিজ্ঞাসা করা হয়, এই জিনিসটা বা ওই বস্তুটা ছবির মধ্যে কোথায় রয়েছে বলতে পারবেন?
তেমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা নিয়ে নেটাগরিকদের মধ্যে বেশ উৎসাহ জন্মেছে। অনেকটা ধাঁধার সমাধান করার মতোই।
এ জি আনসারি নামে এক ব্যক্তি ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। জিম করবেট ন্যাশনাল পার্কের ঘন জঙ্গলের একটি ছবি। সেই জঙ্গলেই একটি বাঘ মিশে আছে। আনসারি নেটাগরিকদের কাছে প্রশ্ন রেখেছেন, বাঘটা কোথায় লুকিয়ে রয়েছে, বলুন তো?