Coronavirus in India

গাড়ি বেচে অক্সিজেন বিলি আব্বাসদের

যে-ভাবে, যত দিন পারে বিনামূল্যে অক্সিজেন বিলি চালিয়ে যেতে চান দুই বন্ধু।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৫ জুন ২০২০ ০৫:৩৪
Share:

আব্বাস রিজভি ও শাহনওয়াজ হুসেন(ডান দিকে)।—ছবি সংগৃহীত।

অক্সিজেনের অভাবে চোখের সামনে খুড়তুতো বোনটাকে ছটফট করতে করতে মরে যেতে দেখেছিলেন আব্বাস রিজভি। ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিল মেয়েটি। সেখান থেকেই ভাবনাটা মাথায় আসে। শ্বাসকষ্টে ভুগতে থাকা করোনা রোগীদের জন্য এখন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়চ্ছেন মুম্বইয়ের এই তরুণ। সঙ্গী ৩১ বছরের বন্ধু শাহনওয়াজ হুসেন। পুঁজি স্বল্প। অক্সিজেন জোগাতে নিজের গাড়িও বেচে দিয়েছেন শাহনওয়াজ।

Advertisement

তিনি বললেন, ‘‘শহরের হাসপাতালে ভিড় উপচে পড়ছে। শয্যা আর অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার পড়ে গিয়েছে। সব কিছু দেখে এই সিদ্ধান্ত নিয়েছি।’’ দিন হোক বা রাত, ধনী বা দরিদ্র, হিন্দু-মুসলমান যে-ই হোক না কেন, ডাক পড়লেই অক্সিজেন নিয়ে পৌঁছে যাচ্ছেন ওঁরা। পাশাপাশি, ৪৮ ঘণ্টার জন্য বিনামূল্যে অক্সিজেন ট্যাঙ্ক মিলবে ওঁদের কাছেই।

যে-ভাবে, যত দিন পারে বিনামূল্যে অক্সিজেন বিলি চালিয়ে যেতে চান দুই বন্ধু। শুধু চান, আব্বাসের বোনের মতো আর কেউ যেন অক্সিজেনের অভাবে না-মরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement