maharashtra

Covid: আগামী ২-৪ সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে মহারাষ্ট্রে, সতর্কবার্তা জারি

টাস্ক ফোর্স আরও জানিয়েছে, তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের তুলনায় দ্বিগুণ হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৮:১০
Share:

ফাইল চিত্র।

আগামী ২-৪ সপ্তাহের মধ্যেই মহারাষ্ট্রে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। এমনই সতর্কবার্তা দিল রাজ্যের কোভিড সংক্রান্ত টাস্ক ফোর্স।

Advertisement

তারা আরও জানিয়েছে, তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের তুলনায় দ্বিগুণ হবে। এমনকি সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। তবে এই ঢেউয়ে শিশুরা খুব একটা প্রভাবিত হবে না বলেও দাবি করেছে টাস্ক ফোর্স।

তাদের মতে, তৃতীয় ঢেউয়েও ১০ শতাংশের মতো শিশু প্রভাবিত হতে পারে। টাস্ক ফোর্সের সদস্য শশাঙ্ক যোশী জানিয়েছেন, ব্রিটেনে যেমন দ্বিতীয় ঢেউ শেষ হতেই তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে, মহারাষ্ট্রও সেই পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে।

Advertisement

মহারাষ্ট্রে সবে আনলক পর্ব শুরু হয়েছে। ১৫টি জেলা এবং নাগপুর এবং পুণেতে বেশি কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। ধাপে ধাপে অন্য জেলাগুলোতেও নিষেধাজ্ঞা শিথিল করার পথে হাঁটছে সরকার। আনলক পর্ব শুরু হতেই ফের চেনা ছন্দে ফিরতে শুরু করেছে জেলা এবং শহরগুলো। আর তাতেই আশঙ্কার মেঘ দেখছেন রাজ্যের বিশেষজ্ঞরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement