ছেলে নির্দোষ, তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলে দাবি করলেন সেনা মেজর লিটুল গগৈয়ের বাবা-মা। ডিব্রুগড়ের দুলিয়াজানের বাসিন্দা, ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজারের অবসরপ্রাপ্ত কর্মী ধর্মেশ্বর গগৈ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘‘নিজের ছেলেকে ভাল করে চিনি। আমি একশো শতাংশ নিশ্চিত, ও কোনও খারাপ কাজ করেনি। ঘটনার পরে ছেলের সঙ্গে আমার কথাও হয়েছে। ও স্পষ্ট জানিয়েছে, কাশ্মীরের কয়েক জন ওকে ফাঁসাতে চাইছে।’’ গগৈয়ের মা বলেন, অনেক দিন ধরেই ছেলেকে ফাঁসানোর চক্রান্ত চলছিল। আমার ছেলে ওই হোটেল ভাল করে চিনতই না, তাই হোটেলে লিটুলের সঙ্গে ছিল তার গাড়িচালক।
জিপের সামনে কাশ্মীরি যুবককে বেঁধে জনরোষ থেকে ভোটকর্মীদের উদ্ধার করে শিরোনামে আসা মেজর গগৈ সম্প্রতি একটি হোটেলে নারীঘটিত মামলায় জড়িয়ে পড়েন। যদিও মেয়েটি পরে জানায় সে গগৈয়ের পূর্ব-পরিচিত। হোটেলের ম্যানেজারও জানায়, মেয়েটি এবং তার সঙ্গে আসা যুবককে গগৈয়ের ঘরে যেতে দেওয়া হয়নি। কিন্তু বিতর্ক এড়াতে সেনাবাহিনী গগৈয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়। জানা যায়, আদিল আদনান নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেয়েটিকে বন্ধুত্বের ডাক পাঠিয়েছিলেন মেজর লিটুল।