Farmer protest

আইন প্রত্যাহার না করলে সারা দেশ জুড়ে রেল অবরোধ, হুঁশিয়ারি কৃষকদের

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্রসিংহ তোমর বলেছেন, কৃষকরা লিখিত ভাবে জানান, তাঁরা আইনে কী কী পরিবর্তন চান, সেগুলি নিয়ে আলোচনা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৮:৩৭
Share:

প্রতিবাদী কৃষকদের আলোচনায় রাস্তায় আসতে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্রসিংহ তোমর। ছবি: পিটিআই

চূড়ান্ত সময় দিলেন প্রতিবাদী কৃষকরা। বৃহস্পতিবারের মধ্যে প্রধানমন্ত্রী যদি তাঁদের কথা না শোনেন এবং কৃষি আইন প্রত্যাহারে কথা না জানান তাহলে এ বার দেশের বিভিন্ন অংশে ‘রেল রোকো’ কর্মসূচির পথে হাঁটবেন তাঁরা। কৃষকদের সংগঠনগুলির আলোচনায় এই সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সংযুক্ত কৃষক মঞ্চের তরফে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisement

এ দিকে, বৃহস্পতিবারই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষিমন্ত্রী নরেন্দ্রসিংহ তোমর সাংবাদিক বৈঠকে জানান, ‘‘আমরা সমস্ত অহং সরিয়ে রেখে কৃষকদের সঙ্গে কথা বলছি। কৃষকরা বারবার বলছেন, এই আইনটি প্রত্যাহার করতে হবে। সরকার মনে করে, আইনের যে অংশ নিয়ে সমস্যা রয়েছে বলে কৃষকরা মনে করছেন, সেই অংশটি নিয়ে সরকার আলোচনা করতে রাজি আছে।’’

তবে তিনি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এটিও মনে করিয়ে দেন যে রাজ্যসভা ও লোকসভায় বিস্তারিত আলোচনার পর এই বিল আইনে পরিণত হয়েছে। সেখানে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন আইনসভার সদস্যরা। এরপরেও যদি কৃষকদের কোনও প্রস্তাব থাকে তাহলে তা লিখিত দিতে।

Advertisement

তিনি সরাসরি কৃষকদের প্রস্তাব দিয়েছেন, যদি তাঁরা চান, তাহলে সরকারের কাছে লিখিত ভাবে জানাতে পারেন তাঁদের দাবিদাওয়া। আইনের যে কোনও দিক নিয়েই সরকার আলোচনা করতে রাজি আছে।

একাধিকবার কৃষকদের সঙ্গে আলোচনায় বসলেও এখনও জট কাটেনি। কৃষকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। সেই সময়েই নতুন করে কেন্দ্রীয় মন্ত্রী সমঝোতার প্রস্তাব দিলেন। তবে এতে জট কাটবে কি না সন্দেহ থেকেই গেল।

আরও পড়ুন: লোক নেই, তাই কনভয়ে হামলার নাটক করছেন, বললেন মমতা

আরও পড়ুন: আন্দোলন প্রত্যাহার করুন, ফের কৃষকদের অনুরোধ করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement