S jaishankar

ইউক্রেন যুদ্ধ নিয়ে মতানৈক্যের জন্যই এল না যৌথ বিবৃতি: জি২০ বৈঠকের পর জয়শঙ্কর

এই জি২০ সম্মেলনে অংশ নিয়েছে সব ক’টি সদস্য দেশ এবং মোট ১৩টি অতিথি দেশ। বৃহস্পতিবার বৈঠকে বসেন মোট ২৭টি দেশের বিদেশমন্ত্রীরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ২৩:০৬
Share:

এস জয়শঙ্কর। ফাইল ছবি।

গত বছর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সম্মেলনেই ইউক্রেন যুদ্ধ নিয়ে জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে মতানৈক্য প্রকট হয়েছিল। এ বারও তা বজায় থাকায় যৌথ বিবৃতি দেওয়া গেল না। জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের পর এমনটাই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Advertisement

বৃহস্পতিবার বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর বলেন, ‘‘ইউক্রেন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনার সুযোগ ছিল। কিন্তু সেই প্রসঙ্গে একমত হতে পারেননি সকল সদস্য। নিজেদের অবস্থান থেকে সরে আসতে পারেননি কেউই।’’ বিদেশমন্ত্রী জানান, ঐক্যমত না হওয়ার কারণেই যৌথ বিবৃতি প্রকাশ করা হল না। কেবল ‘আউটকাম ডকুমেন্ট’ই প্রকাশ করা হয়েছে। জয়শঙ্করের কথায়, “আপনারা খেয়াল করলে দেখবেন, ৯০ শতাংশ প্রসঙ্গেই একমত হয়েছে সকল দেশ। কেবলমাত্র দু’টি প্যারাগ্রাফের জন্যই যৌথ বিবৃতিতে পরিণত হল না এই আউটকাম ডকুমেন্ট।”

এই জি২০ সম্মেলনে অংশ নিয়েছে সব ক’টি সদস্য দেশ এবং মোট ১৩টি অতিথি দেশ। বৃহস্পতিবার বৈঠকে বসেন মোট ২৭টি দেশের বিদেশমন্ত্রীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement