Loan

মেয়াদ বাড়ল ঋণ নিশ্চয়তা প্রকল্পের

অর্থ মন্ত্রক সোমবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে AA ও AA- মানের রেটিংযুক্ত ঋণপত্র কিনতে মোট লগ্নির ৫০ শতাংশ পর্যন্ত খরচ করার ছাড়পত্র দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২০ ০৫:৩৪
Share:

প্রতীকী ছবি।

ঋণের আংশিক নিশ্চয়তা প্রকল্পের মেয়াদ ১৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হল। এর ফলে সমস্যায় থাকা আর্থিক প্রতিষ্ঠান, আবাসনে ঋণদাতা সংস্থাগুলির ঋণপত্র, বন্ড কিনতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি অতিরিক্ত তিন মাস সময় পাবে। অর্থ মন্ত্রক সোমবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে AA ও AA- মানের রেটিংযুক্ত ঋণপত্র কিনতে মোট লগ্নির ৫০ শতাংশ পর্যন্ত খরচ করার ছাড়পত্র দিয়েছে। আগে এই ঊর্ধ্বসীমা ২৫ শতাংশ পর্যন্ত ছিল। লকডাউনের ধাক্কা থেকে অর্থনীতিকে চাঙ্গা করতে আত্মনির্ভর ভারতের প্যাকেজের অঙ্গ হিসেবে মোদী সরকার ৪৫ হাজার কোটি টাকার ‘পার্শিয়াল ক্রেডিট গ্যারান্টি স্কিম’ চালু করেছিল। তার পরে মে মাসে কেন্দ্র এর পরিধি বাড়ায়। যাতে ব্যাঙ্ক ছাড়া আর্থিক প্রতিষ্ঠান ও আবাসন ক্ষেত্রে ঋণদাতা সংস্থাগুলিতে নগদ জোগান অব্যাহত থাকে। ছোট-মাঝারি শিল্পেও ঋণের অভাব না-হয়। এ বার সেই লক্ষ্যে আরও পদক্ষেপ করা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement