Viral

Viral: দোকান বন্ধ থাকলে কী ভাবে যোগাযোগ করবেন, ব্যবসায়ীর লেখা নিয়ে সরগরম নেটমাধ্যম

কী এমন লিখলেন ওই ব্যবসায়ী!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১৭:৪৮
Share:

এই লেখাকে ঘিরে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। ছবি সৌজন্য টুইটার।

করোনা আবহে অনেক দোকানদারই তাঁদের দোকানের সামনে লিখে রাখছেন, ‘মাস্ক পরে আসুন বা ভিতরে ঢুকুন'। অনেকে আবার লিখছেন, ‘মাস্ক ছাড়া দোকানে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না'। এমন বিজ্ঞপ্তি এখন হামেশাই চোখে পড়ছে। কিন্তু এক ব্যবসায়ী তাঁর দোকানের বাইরে যা লিখেছেন, তা নিয়ে নেটমাধ্যমে হাসির রোল উঠেছে। সেই লেখা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

Advertisement

দোকানটি কোথাকার, সেটা অবশ্য জানা যায়নি। ছবিতে দেখা যাচ্ছ্‌ দোকানের শাটার বন্ধ। সেই শাটারের গায়ে সাদা কাগজে ছাপার অক্ষরে হিন্দিতে লেখা, ‘আগর মেরি দুকান কা শাটার বন্ধ দিখে তো কনট্যাক্ট করে। হাম আত্মা কী তরহ আস পাস হি ভটক রহি হ্যায়'। অর্থাৎ ‘আমার দোকানের শাটার যদি বন্ধ দেখেন তা হলে যোগাযোগ করুন। আমি আত্মার মতো দোকানের আশপাশেই ঘুরে বেড়াচ্ছি'।

লেখাটি শেয়ার করেছেন এক আইপিএস আধিকারিক দীপাংশু কাবরা। ছবিটি টুইটারে পোস্ট করে যে জবাব দিয়েছেন তা নিয়েও নেটাগরিকদের মধ্যে বেশ চর্চা হচ্ছে। দীপাংশু ছবির উপরে লিখেছেন, ‘ইস ভটকতি আত্মা কি খাকি সে জল্দ মুলাকাত হোগি'। অর্থাৎ এই ভ্রাম্যমাণ আত্মার সঙ্গে খুব শীঘ্রই পুলিশের সাক্ষাৎ হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement