Supreme Court

তৃণমূল নেতা খুনে রাজ্যকে তোপ সুপ্রিম কোর্টের

নিম্ন আদালত ও কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত সইফুল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ০৭:৫১
Share:

সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা মোহরম শেখের খুনের মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। ক্যানিংয়ের পরানিখেকোয় ২০২১ সালের নভেম্বরে গুলি করে খুন করা হয় মোহরম শেখকে। খুনে জড়িত থাকার অভিযোগ ওঠে সইফুল লস্কর, রফিক শেখ, রহমত গাজ়ি, মিয়ারেব মণ্ডল, মনিরুল শেখ, মামুদ আলি সর্দারের বিরুদ্ধে।

Advertisement

নিম্ন আদালত ও কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত সইফুল। সুপ্রিম কোর্টে সওয়ালের সময়ে সইফুলের আইনজীবী সুনন্দ রাহা ও সম্প্রীতি বক্সী জানান, রাজ্য শীর্ষ আদালতে পেশ করা পাল্টা হলফনামায় পুলিশের কাছে দেওয়া অভিযুক্তের জবানবন্দির উপরে নির্ভর করেছে। আইন অনুযায়ী, পুলিশের কাছে দেওয়া জবানবন্দি আদালতে গ্রহণযোগ্য নয়। সরকার পক্ষের এক সাক্ষীকে সরকারি কৌঁসুলিদের প্রশ্ন শেষে অভিযুক্তের কৌঁসুলি প্রশ্ন করার সুযোগ পাননি। তার আগেই সরকার পক্ষের দ্বিতীয় সাক্ষীকে সরকারি কৌঁসুলিরা প্রশ্ন করতে শুরু করেন।

সেই যুক্তি মেনে বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার মন্তব্য, ‘‘পাল্টা হলফনামায় পশ্চিমবঙ্গ সরকার পুলিশের কাছে দেওয়া অভিযুক্তের তথাকথিত জবানবন্দির উপরে নির্ভর করেছে দেখে আমরা স্তম্ভিত।’’ বিচারপতিরা বলেন, ‘‘এ ক্ষেত্রে সরকার পক্ষের প্রথম সাক্ষীকে সরকার পক্ষের কৌঁসুলিদের প্রশ্ন করা শেষ হওয়ার পরে অভিযুক্তদের কৌঁসুলিদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। তার আগেই নিম্ন আদালত সরকার পক্ষের দ্বিতীয় সাক্ষীকে প্রশ্ন করার সুযোগ দেয় সরকারি কৌঁসুলিদের। রাজ্যের আইনজীবী তাঁদের মক্কেলের সঙ্গে আলোচনার পরে জানিয়েছেন পাঁচ সাক্ষীকে সরকারি কৌঁসুলিদের জিজ্ঞাসাবাদের তথ্য নথিবদ্ধ হয়েছে। অভিযুক্তদের কৌঁসুলির জিজ্ঞাসাবাদের তথ্যও নথিবদ্ধ করা হবে। এই ধরনের কাজ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’’

Advertisement

নিম্ন আদালতে দুই সাক্ষীকে অভিযুক্তদের কৌঁসুলির জিজ্ঞাসাবাদ শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সে জন্য অভিযুক্তের জামিনের আর্জি এখনই বিবেচনা করেনি শীর্ষ আদালত। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। শীর্ষ আদালতের এ দিনের নির্দেশের প্রতিলিপি নিম্ন আদালতে পাঠাতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement