প্রতীকী ছবি
কলকাতার পণ্য পৌঁছল আখাউড়ায়ভারত-বাংলাদেশ চুক্তি অনুযায়ী অবশেষে বাংলাদেশের বন্দর ব্যবহার কলকাতা থেকে পণ্য পৌঁছল বাংলাদেশের আখাউডায়।
কলকাতা বন্দর থেকে গত ১৪ জুলাই রওনা দিয়েছিল সেজুতি নামের জাহাজে। মঙ্গলবার তা চট্টগ্রাম নদী বন্দরে এসে পৌঁছোয়। জাহাজ থেকে পণ্য খালাস করে তা ট্রেলরে বোঝাই করা হয়। বুধবার বিকেলে সেগুলি আখাউড়া স্থল বন্দরে পৌঁছয়। ত্রিপুরা ও শিলচরের জন্য লোহার রড ও ডাল রয়েছে ট্রেলারগুলিতে। বৃহস্পতিবার সকালে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে আনুষ্ঠানিক ভাবে যা গ্রহণ করা হবে। সেখানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব গত ১০ জুলাই ঘোষণা করেছিলেন, হলদিয়া বন্দর থেকে পণ্য বোঝাই ছোট জাহাজ সরাসরি ত্রিপুরার সোনামুড়ায় আসবে ১৮ জুলাই। পরে তিনি জানান, কলকাতা থেকে চট্টগ্রাম বন্দরে বড় জাহাজ আসে সেখান থেকে পণ্য ছোট জাহাজে তুলে আনতে খরচ বেশি পড়বে। আপাতত ঠিক হয়েছে, বারাণসী বা উত্তর ভারত থেকে সরাসরি ছোট জাহাজ নদীপথে সোনামুড়ায় আনা হবে। তাতে খরচ কম পড়বে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নির্ধারিত দিনে সোনামুড়ায় জাহাজ না পৌঁছনোয় প্রদেশ কংগ্রেস নেতারা কটাক্ষ করেন। বিদ্রুপ করে তাঁরা সোনামুড়া গোমতী নদীতে কাগজ ও থার্মোকলের নৌকা ভাসান।