ICSE

আইসিএসই-র বাকি পরীক্ষা ১৬ এপ্রিল থেকে? সম্পূর্ণ ভুয়ো খবর

কিন্তু এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের চিফ এগ‌জিকিউটিভ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২০ ১৭:৪১
Share:

আইসিএসই পরীক্ষার প্রতীকী ছবি। ফাইল চিত্র।

১৪ এপ্রিল লকডাউন শেষ হওয়ার পর, ১৬ এপ্রিল থেকে শুরু হবে আইসিএসই দশম শ্রেণির স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা। এ রকম একটি বার্তা বুধবার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। কিন্তু এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের চিফ এগ‌জিকিউটিভ।

Advertisement

২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এ বছরের আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা। কিন্তু করোনাভাইরাস আতঙ্ক ও জারি হওয়া লকডাউনের জেরে স্থগিত হয়ে যায় সেই পরীক্ষা। ১৯ মার্চ নোটিস দিয়ে জানানোও হয় সে কথা। আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত করা হয়েছে। সেই পরীক্ষা কবে ফের শুরু হবে তা নোটিস দিয়ে জানানো হবে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইটে।

কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত কোনও নোটিস আসার আগেই, বুধবার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে আইসিএসই-র স্থগিত হয়ে যাওয়া বিভিন্ন পেপারের পরীক্ষাসূচি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই সূচিতে লেখা হয়েছে, আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে পরীক্ষা। কোন দিনে কোন পরীক্ষা হবে তাও দেওয়া হয়েছে সেখানে।

Advertisement

কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ওই সূচি সম্পূর্ণ ভিত্তিহীন। কাউন্সিলের তরফে স্থগিত পরীক্ষার কোনও দিন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন, কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের চিফ এগজিকিউটিভ ও সেক্রেটারি গেরি আরাথুন। আনন্দবাজার ডিজিটালকে তিনি জানান, ‘‘ওই পরীক্ষাসূচি ফেক।’’

পরীক্ষাসূচির যে ফেক ডকুমেন্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, তা করা হয়েছে আরাথুনের অফিসিয়াল প্যাডে। সে বিষয়েও নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘‘ওয়েবসাইট থেকে আমার প্যাড ডাউনলোড করে ছড়ানো হচ্ছে ভুল তথ্য। আমার সইও নকল করা হয়েছে ওই ফেক ডকুমেন্টে।’’

তবে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা ফের কবে শুরু হবে এ ব্যাপারে কোনও তথ্য দেননি তিনি। আরাথুন জানিয়েছেন, লকডাউনের উপরই নির্ভর করছে পরীক্ষার ভবিষ্যত।

আরও পড়ুন: এক রাতে আক্রান্ত বাড়ল ২৪০, দেশে আক্রান্ত ১৬৩৭, মৃত ৩৮

আরও পড়ুন: ফুল ছুড়ে সাফাই কর্মীদের প্রতি কৃতজ্ঞতা পটিয়ালার বাসিন্দাদের

(হোয়াটস‌অ্যাপে, ফেসবুক, টুইটারে যা-ই দেখবেন, তা-ই বিশ্বাস করবেন না। টুক করে শেয়ারও করে দেবেন না। বিশেষত এই আতঙ্কের মধ্যে তো নয়ই। এ ভাবেই ছড়িয়ে পড়ে ভুয়ো খবর। যাচাই করুন। কোনও খবর, তথ্য, ছবি বা ভিডিয়ো নিয়ে মনে সংশয় দেখা দিলে আমাদের জানান এই ঠিকানায় feedback@abpdigital.in)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement