National News

পরীক্ষায় পাশ, দেশের প্রথম ইঞ্জিনহীন ট্রেন ছুটছে ঘণ্টায় ১৮০ কিলোমিটারে

১০০ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনের পোশাকি নাম ‘ট্রেন ১৮’। এটিই এখন দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেন।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ১৭:২৬
Share:

দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনের পোশাকি নাম ‘ট্রেন ১৮’। ছবি: সংগৃহীত।

ছুটতে পারে ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে। তবে আপাতত ছুঁয়েছে ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতি।রবিবাররাজস্থানের রেল লাইন ধরে ওই গতিবেগেই ছুটে গেল দেশের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেন।

Advertisement

১০০ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনের পোশাকি নাম ‘ট্রেন ১৮’। এটিই এখন দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেন। গত কাল এটিকে পরীক্ষামূলক ভাবে রাজস্থানের কোটা-সওয়াই মাধোপুর সেকশন দিয়ে চালানো হয়। তাতে সফল ভাবে উতরে গিয়েছে ট্রেন ১৮।

চেন্নাইয়ের যে কারখানায় এই ট্রেনটি তৈরি করা হয়েছে সেই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)-এর জেনারেল ম্যানেজার এস মণি জানিয়েছেন, প্রাথমিক ভাবে সমস্ত পরীক্ষা-নিরীক্ষায় পাশ করেছে ট্রেন ১৮। তাঁর দাবি, “এখনও পর্যন্ত এই ট্রেনে কোনও প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়নি।” সাধারণত এই ধরনের ট্রেন তৈরিতে চার বছর সময় লাগে। তবে মাত্র ১৮ মাসেই সে কাজ করেছে আইসিএফ।

Advertisement

(আজকের তারিখে গুরুত্বপূর্ণ কী কী ঘটেছিল অতীতে, তারই কয়েক ঝলক দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

সাধারণ যাত্রীরা কবে এই ট্রেনে চড়তে পারবেন? আইসিএফ-এর জেনারেল ম্যানেজারের মন্তব্য, “আশা করি, আগামী বছরের জানুয়ারি থেকে বাণিজ্যিক ভাবে এই ট্রেন চালানো যাবে।” তবে এখনও বেশ কিছু টেস্ট করা বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের আগেই সমস্ত পরীক্ষানিরীক্ষা শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন: ‘আমরাও তো হিন্দু, তাহলে কেন জায়গা নেই মোদীর ভারতে?’

আরও পড়ুন: যৌন নির্যাতন করে তরুণীর গায়ে আগুন ধরিয়ে দিল অভিযুক্তরা

বিশেষজ্ঞদের মতে, ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে ট্রেন ১৮। তবে তার জন্য রেল লাইন, সিগন্যাল-সহ বিভিন্ন আনুসাঙ্গিক বিষয়েও সামঞ্জস্য থাকতে হবে।

আরও পড়ুন: আদালতের ইংরেজি নির্দেশ বুঝতেই পারল না পুলিশ! ব্যবসায়ীকে পুরল জেলে

ঠিক কেমন দেখতে ট্রেন ১৮? আইসিএফ সূত্রে খবর,এতে ১৬টি কামরা রয়েছে। শতাব্দী এক্সপ্রেসের মতোই যাত্রী পরিবহণ ক্ষমতাযুক্ত এই ট্রেনটি চালু হলে তা এই মুহূর্তে দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেন গতিমান এক্সপ্রেসকেও ছাপিয়ে যাবে। গতিমান এক্সপ্রেস ছুটতে পারে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে। জ্বালানী সাশ্রয়ের দিক থেকে শতাব্দী এক্সপ্রেসের থেকে ১৫-২০ শতাংশ এগিয়ে ট্রেন ১৮। এতে এখনই স্লিপার ক্লাস না থাকলেও ভবিষ্যতে সেই পরিষেবা যোগ করা যেতে পারে বলে জানিয়েছেন এস মণি।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement