Congress

Ashok Gehlot: রাহুলে ইডি বিরতি দিতেই গহলৌত পরিবারে সিবিআই

গহলৌতের অভিযোগ, রাহুলকে ইডি-র জিজ্ঞাসাবাদের সময় তিনি প্রতিবাদে নেমেছেন বলেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তাঁর ভাইয়ের উপরে প্রতিশোধ তুলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ০৭:৫২
Share:

ফাইল ছবি

রাহুল গান্ধীর জিজ্ঞাসাবাদে দিন চারেকের বিরতি দিয়েছে ইডি। আর সেই অবসরে আসরে নেমে পড়ল সিবিআই! আজ সিবিআই রাজস্থানের কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের ভাই অগ্রসেন গহলৌতের জোধপুরের বাড়ি ও দোকানে হানা দিল। সোমবার থেকে বুধবার, তিন দিনই দিল্লিতে ইডি-র দফতরে রাহুলের জিজ্ঞাসাবাদের সময় অশোক গহলৌত কংগ্রেসের প্রতিবাদে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে দিল্লি পুলিশ আটক করে থানায় আটকেও রেখেছে। আজ গহলৌত অভিযোগ তুলেছেন, রাহুলকে ইডি-র জিজ্ঞাসাবাদের সময় তিনি প্রতিবাদে নেমেছেন বলেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তাঁর ভাইয়ের উপরে প্রতিশোধ তুলছে।

Advertisement

রাহুল আজ নিজে মোদী সরকারকে নিশানা করে বলেছেন, ‘‘বিরোধী নেতাদের মধ্যে যাঁরা রুখে দাঁড়াবেন, সত্যি বলবেন, তাঁদের হেনস্থা করাটা বিজেপি সরকারের প্রতীক হয়ে গিয়েছে। আমি এই প্রতিহিংসার বিরুদ্ধে অশোক গহলৌত ও তাঁদের পাশে দাঁড়াচ্ছি। আমাদের লড়াই চলবে।’’ সিবিআইয়ের অবশ্য দাবি, সার রফতানি কেলেঙ্কারির তদন্তেই অগ্রসেন গহলৌতের বাড়িতে হানা দেওয়া হয়েছে। দেশের চাষিদের জন্য ভর্তুকিতে দেওয়া সার বেআইনি ভাবে বিদেশে রফতানি করা হয়েছে। রাজকোষের প্রায় ৫২.৮ কোটি টাকা লোকসান হয়েছে। অগ্রসেনের নামও এফআইআরে রয়েছে। এর আগে ইডি-ও অগ্রসেনের ঠিকানায় তল্লাশি চালিয়েছে।

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার চতুর্থ দিন রাহুল গান্ধীকে ইডি-র জিজ্ঞাসাবাদের সময় ফের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। সোমবারের রণকৌশল ঠিক করতে আজ কংগ্রেসের নেতারা এআইসিসি দফতরে বৈঠক করেন। রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি ও পরিষদীয় দলনেতাদের বৈঠকে ডাকা হয়েছে। ওই দিন রাহুলের জন্মদিনও। সোমবার বিকেলে কংগ্রেসের পাঁচ জন নেতা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন। দিল্লি পুলিশের বিরুদ্ধে কংগ্রেসের সাংসদদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ জানানো হবে।

Advertisement

ইডি ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধীকে সমন পাঠানোর পরে অশোক গহলৌত সিবিআই, ইডি ও আয়কর দফতরের প্রধানদের সঙ্গে দেখা করতে চেয়ে ১৩ জুন সময় চেয়েছিলেন। গহলৌতের বক্তব্য ছিল, তিনি এই কেন্দ্রীয় সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করে তাঁদের ‘রাজধর্ম’ মনে করিয়ে দিতে চান। আজ গহলৌত বলেছেন, এর দু’দিনের মধ্যেই ১৫ জুন সিবিআই এফআইআর দায়ের করে। আর আজ, ১৭ জুন সিবিআই তল্লাশি চালিয়েছে। গহলৌতের দাবি, তাঁর ভাই ৪০-৪৫ বছর ধরে ব্যবসা করছেন। রাজনীতির সঙ্গে তাঁর সম্পর্ক নেই। রাজনৈতিক বিরোধীদের পরিবারের সদস্যকে মোদী সরকারের নিশানা করা ঠিক নয়। এতে অবশ্য কংগ্রেসেরই রাজনৈতিক ভাবে লাভ হবে। রাজনৈতিক প্রতিহিংসার বশেই গান্ধী পরিবারের বিরুদ্ধে সিবিআই-ইডিকে কাজে লাগানো হচ্ছে বলেও গহলৌতের অভিযোগ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement