Murder

প্রেমের সম্পর্কে বোন, সন্দেহের বশে চার দিন ধরে ছ্যাঁকা! খুনের অভিযোগে ধৃত অভিযুক্ত দাদা

নাবালিকার ৩০ বছরের দাদার বিরুদ্ধে অভিযোগ, বোন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে বলে সন্দেহ করতেন। তার শাস্তি হিসাবে বোনের গায়ে লাগাতার গরম রডের ছ্যাঁকা দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ২০:৪৩
Share:

বোনের গায়ে লাগাতার গরম রডের ছ্যাঁকা দিয়েছেন বলে ঠাণের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ। প্রতীকী ছবি।

অপ্রাপ্তবয়স্ক বোন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই সন্দেহের বশে ১২ বছরের বোনের গায়ে ৪ দিন ধরে গরম রডের ছ্যাঁকা দিলেন দাদা। এই অত্যাচারের জেরেই নাবালিকার মৃত্যু হয় বলে অভিযোগ। বোনকে খুনের অভিযোগে সোমবার মহারাষ্ট্রের ঠাণের এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মা-বাবার মৃত্যুর পর ঠাণে জেলায় দাদা-বৌদির সংসারে থাকত নাবালিকা। ৩০ বছরের দাদার বিরুদ্ধে অভিযোগ, প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে বলে সন্দেহ করতেন। তার শাস্তি হিসাবে বোনের গায়ে লাগাতার গরম রডের ছ্যাঁকা দিয়েছেন তিনি। তার জেরেই অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। রবিবার হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ নিয়ে উল্লাসনগর সেন্ট্রাল থানায় ওই যুবকের বিরুদ্ধে কেস দায়ের করা হয়েছে।

উল্লাসনগর সেন্ট্রাল থানার ইনস্পেক্টর মধুকর কাড়কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারায় খুনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement