Terrorists Encounter in Jammu and Kashmir

শ্রীনগরে ডাচিগামের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ, গুলির লড়াইয়ে হত এক জঙ্গি, বাকিদের খোঁজ চলছে

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ডাচিগাম জঙ্গলের ভিতর থেকে তাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল জঙ্গিরা। তবে অন্ধকার থাকায় সংখ্যায় জঙ্গিরা কত জন ছিল তা ঠাওর করা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১১:০৭
Share:

জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান সেনার। ছবি: পিটিআই।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হল জম্মু-কাশ্মীরের শ্রীনগরে। মঙ্গলবার সকালে ডাচিগামের জঙ্গল থেকে ওই জঙ্গির গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

সোমবার রাতে পুলিশের কাছে খবর আসে শ্রীনগরের হারওয়ান এলাকায় ডাচিগাম জঙ্গলে একদল সশস্ত্র জঙ্গিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। সেই খবর পাওয়ার পরই সেনার চিনার কোরের কাছে সেই বার্তা পৌঁছে দেয় পুলিশ। তার পরই রাতে শুরু হয় অভিযান। সেনা এবং পুলিশের যৌথবাহনী হারওয়ান এলাকায় পৌঁছে তল্লাশি চালায়। তখনই যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

পুলিশ সূত্রে খবর, ডাচিগাম জঙ্গলের ভিতর থেকে তাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল জঙ্গিরা। তবে অন্ধকার থাকায় সংখ্যায় জঙ্গিরা কত জন ছিল তা ঠাওর করা যায়নি। পাল্টা জবাব দেয় যৌথবাহনীও। খবর পেয়ে অতিরিক্ত বাহিনী আসে ঘটনাস্থলে। তার পরই জঙ্গল এবং এলাকা ঘিরে শুরু হয় চিরুনিতল্লাশি। মঙ্গলবার ভোরের আলো ফুটতেই আরও জোরদার করা হয় অভিযান। তখনই দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গির নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

গত ২৩ নভেম্বর বারামুলার কুন্‌জের এলাকায় জঙ্গিদের একটি গোপন ডেরার হদিস পেয়েছিল পুলিশ। সেখানে সেনা এবং পুলিশ অভিযান চালিয়ে প্রচুর স্বয়ংক্রিয় অস্ত্র, বিস্ফোরক উদ্ধার করে। যদিও ওই অভিযানে জঙ্গিদের কোনও হদিস মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement