National news

পুলিশের সোর্স ভেবে দুই যুবককে খুন করল জঙ্গিরা! ভিডিয়ো ভাইরাল

পুলিশের সোর্স ভেবে এক কিশোরকে এ ভাবেই ফাঁসি দিল জঙ্গিরা। শুক্রবার ফাঁসি দেওয়ার সেই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ২০:৪৮
Share:

প্রতীকী ছবি।

১৭-১৮ বছর বয়সী এক যুবক। মাটিতে বসে। হাত দুটো পিছনে শক্ত করে বাঁধা আর মুখটা অন্ধকারে ঢাকা। চিৎকার করে এক জঙ্গি তাকে কিছু একটা জিজ্ঞাসা করল। উত্তর দেওয়ার আগেই একাধিক গুলির শব্দ। সঙ্গে সঙ্গে ফাঁসিতে ঝুলে পড়ল তার দেহটা। কিছুক্ষণের ছটফটানির পর ক্রমে নিস্তেজ হয়ে পড়ল সে।

Advertisement

পুলিশের সোর্স ভেবে এক কিশোরকে এ ভাবেই ফাঁসি দিল জঙ্গিরা। শুক্রবার ফাঁসি দেওয়ার সেই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

জম্মু-কাশ্মীরে পুলিশের সোর্স অনুমান করে মাঝে মধ্যেই সাধারণ মানুষকে খুন করে জঙ্গিরা। কিন্তু ‘পুলিশের সোর্স’ খুনের ভিডিয়ো এই প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল জঙ্গিরা।

Advertisement

অন্যদিকে, ওই যুবক খুনের ৩৬ ঘণ্টার মধ্যে ফের একটি দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সোপিয়ানে ১৯ বছর বয়সী এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: আকাশ থেকেই ধ্বংস করা যাবে ডুবোজাহাজ, অ্যান্টি সাবমেরিন চপার কিনবে ভারত

পুলিশ জানিয়েছে, এই যুবকের নাম হুজাইফ। সম্প্রতি পুলিশের সোর্স ভেবে যে পাঁচ যুবককে অপহরণ করেছিল জঙ্গিরা। তাদের মধ্যে একজন এই হুজাইফ।

পাঁচ জনের দু’জনকে আগেই জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছিল জঙ্গিরা। বাকি তিন জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ অবশ্য জানিয়ে দিয়েছে, এই দুই যুবকই তাঁদের সোর্স নয়।

আরও পড়ুন: কমান্ডারের মৃত্যুর বদলা চাই! জৈশের হোয়াটস‌্অ্যাপ বার্তা পেয়ে সতর্কতা জারি

এই ঘটনা সামনে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি টুইট করেন, ‘কাপুরুষের মতো খুন করা হয়েছে। আমাদের সমাজে এই বর্বরতার কোনও জায়গা নেই।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement