Encounter in J&K

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢোকার চেষ্টা জঙ্গিদের, সেনার গুলিতে হত এক অনুপ্রবেশকারী

সেনা সূত্রে খবর, স্বাধীনতা দিবসের আগে কাশ্মীরে বড়সড় হামলার ছক কষছে পাকিস্তান কেন্দ্রিক একাধিক সন্ত্রাসবাদী সংগঠন। সে কারণেই পাক সীমান্তের কাছে নজরদারি বাড়িয়েছে সেনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শ্রীনগর শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৩ ১১:২৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জম্মু ও কাশ্মীরে সেনার গুলিতে মৃত্যু হল এক জঙ্গির। সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করে দু’জন জঙ্গি। সঙ্গে সঙ্গে তাদের জবাব দেয় সেনাও। সেনার গুলিতে তাদেরই এক জনের মৃত্যু হয়েছে। অন্য জন গুলিতে জখম হয়ে পিঠটান দিয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

সেনার তরফে জানানো হয়েছে, সোমবার ভোর রাতে পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে হঠাৎ কিছু অস্বাভাবিক গতিবিধি নজরে আসে সেনার নজরদার বাহিনীর। সেনার তরফে তাদের লক্ষ্য করে গুলি করা হলে, পাল্টা গুলি চালানো হয় উল্টো দিক থেকেও। ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে জঙ্গিদের দমন করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। নিহত জঙ্গির দেহ উদ্ধার করার জন্য এলাকায় তল্লাশি শুরু করেছে সেনা। আহত জঙ্গি মারা গিয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

সেনা সূত্রে খবর, স্বাধীনতা দিবসের আগে কাশ্মীরে বড়সড় হামলার ছক কষছে পাকিস্তান কেন্দ্রিক একাধিক সন্ত্রাসবাদী সংগঠন। সে কারণেই পাক সীমান্তের কাছে নজরদারি বাড়িয়েছে সেনা। রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জঙ্গির। শনিবারও রাজৌরি সেক্টরের খাওয়াস অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। কুলগাম জেলায় সেনা-জঙ্গি সংঘাতের সময় জঙ্গিদের চালানো গুলিতে নিহত হয়েছিলেন তিন সেনা জওয়ান। সেনা সূত্রে জানা যায়, কুলগামের হালান বনাঞ্চল এলাকায় সন্দেহজনক গতিবিধি টের পাওয়া মাত্রই শুক্রবার সন্ধ্যায় সেখানে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। শনিবার থেকে রাজৌরিতে তল্লাশি অভিযান শুরু করে সেনার রাষ্ট্রীয় রাইফেলস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement