ফ্রিজ থেকে উদ্ধার বৃদ্ধের দেহ। ছবি: সংগৃহীত।
এক বৃদ্ধের দেহ বাড়ির ফ্রিজে ঢুকিয়ে রাখার অভিযোগ উঠল তাঁর নাতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানা ওয়ারাঙ্গালের পারকালা এলাকায়।
গত দু’দিন ধরেই দুর্গন্ধ পাচ্ছিলেন পড়শিরা। সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। গন্ধের উৎস খুঁজতে গিয়েই পুলিশ চমকে ওঠে। তারা দেখে, ফ্রিজের মধ্যে ঠেসে ঢোকানো রয়েছে বৃদ্ধের দেহ। পচন ধরে গিয়েছিল সেই দেহে।
পুলিশ জানিয়েছে, একটি ভাড়া বাড়িতে দাদুকে নিয়ে থাকতেন নাতি নিখিল। বৃদ্ধ অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। পেনশনের যা টাকা পেতেন, তা দিয়েই দু’জনের সংসার চলত।
নিখিল পুলিশের কাছে দাবি করেছেন, অসুস্থতার কারণে বিছানায় শয্যাশায়ী ছিলেন দাদু। তিন দিন আগে মারা গিয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য টাকা না থাকায় দাদুর দেহ চাদরে মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলেন।
নিখিলের দাবি সত্যি কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি অস্বাভাবিক মৃত্যু, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, যেহেতু বৃদ্ধের পেনশনে সংসার চলত, সেই টাকা যাতে বন্ধ না হয়, তাই দাদুর মৃত্যুর খবর লুকনোর চেষ্টা করেছিলেন।