মোবাইল সংযোগ নিয়ে ধন্দ কাটাল টেলি মন্ত্রক

সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে, মোবাইল সংযোগ-সহ বেশ কয়েকটি পরিষেবায় আধার সংযোগ বাধ্যতামূলক নয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৮ ০২:১৯
Share:

প্রতীকী ছবি।

আধার যাচাই করিয়ে যাঁরা মোবাইল ফোনের সংযোগ পেয়েছেন, তাঁদের পরিষেবা বিচ্ছিন্ন হবে না বলে আশ্বাস দিল টেলিকম দফতর (ডট) এবং আধার কর্তৃপক্ষ (ইউআইডিএআই)। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে, মোবাইল সংযোগ-সহ বেশ কয়েকটি পরিষেবায় আধার সংযোগ বাধ্যতামূলক নয়।

Advertisement

ডট ও ইউআইডিএআই এ দিন যৌথ বিবৃতিতে জানায়, ওই নির্দেশ নিয়ে কোথাও কোথাও ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। গ্রাহক না চাইলে আধার সংযোগ বা পরিষেবা বিচ্ছিন্ন করার প্রশ্ন নেই। উল্লেখ্য, আধার তথ্য যাচাই করে প্রায় ৫০ কোটি সিম দেওয়া হয়েছে। যা দেশে মোট মোবাইল সংযোগের প্রায় অর্ধেক।
টেলিকম সংস্থাগুলির সংগঠন সিওএআই জানিয়েছে, কোনও গ্রাহক মোবাইল থেকে আধার সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলে তাঁকে ভোটার কার্ড, পাসপোর্টের মতো বিকল্প কেওয়াইসি নথি জমা দিতে হবে। যে সব ক্ষেত্রে ওই নথিগুলি জমা দেওয়ার পর আধার সংযুক্তিকরণ হয়েছে, সেখানে নতুন করে নথি দেওয়ার প্রয়োজন নেই। আবার কোনও গ্রাহক যদি আধার বিচ্ছিন্ন করতে না চান, তাতেও কোনও বাধা নেই বলে জানিয়েছে ডট ও ইউআইডিএআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement