Sikkim Tourist Places

নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ, বছরের প্রথম দিনই বন্ধ সিকিমের এই জনপ্রিয় পর্যটনকেন্দ্র

পাহাড়ি রাস্তায় ধস নামার কারণে ২০ ডিসেম্বর লাচেন পর্যন্ত যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। আটকে পড়েছিলেন শতাধিক পর্যটক। এ বার নাথু লা যাওয়ার উপ নিষেধাজ্ঞা জারি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১০:৫০
Share:
Tourists barred from visiting Sikkim\\\'s Nathula Pass on January 1

বরফে ঢাকা নাথু লা। —ফাইল চিত্র।

তুষারপাত, বরফাবৃত পাহাড়ি এলাকার টানে সিকিমে ভিড় বাড়ছে পর্যটকদের। বড়দিন এবং বর্ষবরণের মাঝের ছুটির দিনগুলিতে প্রচুর পর্যটক সিকিমের পাহাড়ে ঘুরতে যাচ্ছেন। কারও গন্তব্য গুরুদোংমার হ্রদ, তো কেউ কেউ যাচ্ছেন নাথু লা, বাবা মন্দির, ছাংঙ্গু। কিন্তু নতুন বছরে শুরুতেই পর্যটকদের জন্য দুঃসংবাদ। ১ জানুয়ারি পর্যটকদের জন্য বন্ধ থাকছে নাথু লা।

Advertisement

সোমবার স্থানীয় প্রশাসন জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি ভারত-চিন সীমান্তের কাছে সিকিমের নাথু লাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না পর্যটকদের। সীমান্তরক্ষীদের এক অনুষ্ঠানের কারণেই সাধারণ মানুষের জন্যই পর্যটকদের জন্য বন্ধ থাকবে নাথু লা। তবে নিষেধাজ্ঞা শুধু এক দিনের জন্যই। নাথু লা যাওয়ার অনুমতি না দেওয়া হলেও সিকিমের অন্যান্য গন্তব্যের ছাড়পত্র মিলবে।

পাহাড়ি রাস্তায় ধস নামার কারণে ২০ ডিসেম্বর লাচেন পর্যন্ত যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। আটকে পড়েছিলেন শতাধিক পর্যটক। ওই ধস কবলিত রাস্তা আংশিক মেরামত করে প্রশাসনের উদ্যোগে পর্যটকদের ফেরত পাঠানো হয়। তার পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল লাচেন যাওয়ার ছাড়পত্র দেওয়া। গত শুক্রবার থেকে আবার পর্যটকদের জন্য লাচেন যাওয়ার ছাড়পত্র দিতে শুরু করেছে সিকিম সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement