Police Chasing

চুরির পর অ্যাম্বুল্যান্স নিয়ে পালানোর চেষ্টা, পাকড়াও করতে লরি দিয়ে অবরোধ পুলিশের

তেলঙ্গানায় একটি চুরির ঘটনায় অভিযুক্ত অ্যাম্বুল্যান্স নিয়ে পালানোর চেষ্টা করেন। পিছন পিছন ধাওয়া করে পুলিশও। শেষে জাতীয় সড়ক ট্রাক দিয়ে অবরুদ্ধ করে থামানো হয় অ্যাম্বুল্যান্সটি। আটক করা হয় অভিযুক্তকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৯:২১
Share:

চুরির ঘটনায় অভিযুক্তকে ধাওয়া করে ধরল তেলঙ্গানা পুলিশ। — প্রতীকী চিত্র।

একটি চুরির ঘটনায় অ্যাম্বুল্যান্স নিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। শনিবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার হায়দরাবাদ লাগোয়া হায়াতনগর জেলায়। পিছন পিছন ধাওয়া করে পুলিশও। হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে চলে রুদ্ধশ্বাস ধাওয়া। শেষে হায়াতনগর পার করে সূর্ষপেট জেলায় পৌঁছে অ্যাম্বুল্যান্সটিকে আটকে দেয় পুলিশ। চুরির ঘটনায় পাকড়াও করা হয় অভিযুক্তকেও।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণ পালানোর জন্য একটি অ্যাম্বুল্যান্স চুরি করে। এর পরে জাতীয় সড়ক ধরে অ্যাম্বুল্যান্স ধরে বিজয়ওয়াড়ার দিকে এগোতে শুরু করে। পিছন পিছন ধাওয়া করে পুলিশও। কিন্তু অভিযুক্ত অ্যাম্বুল্যান্সের সাইরেন বাজিয়ে দেন। ফলে রাস্তায় যানজট এড়িয়ে সহজেই এগিয়ে যেতে পারছিলেন তিনি। সেই কারণে তাঁকে ধরতে বেশ সমস্যায় পড়তে হয় পুলিশকে।

মাঝে একটি টোল প্লাজ়াও অতিক্রম করে অ্যাম্বুল্যান্সটি। টোল প্লাজ়ার কর্মীরাও অ্যাম্বুল্যান্সটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। টোল প্লাজ়ার গেট ভেঙে এগিয়ে যায় অ্যাম্বুল্যান্সটি। পরে চিতায়ালার কাছে স্থানীয় থানার এক সহকারী সাব ইনস্পেক্টর অ্যাম্বুল্যান্সটি থামানোর চেষ্টা করেন। তাঁকে ধাক্কা মেরে এগিয়ে যায় গাড়িটি। জন রেড্ডি নামে ওই পুলিশকর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হায়দরাবাদের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

শেষে পার্শ্ববর্তী সূর্যপেট জেলায় গিয়ে অ্যাম্বুল্যান্সটি থামাতে সমর্থ হয় পুলিশ। অভিযুক্তকে পাকড়াও করতে গোটা রাস্তা ট্রাক দিয়ে অবরুদ্ধ করে দেওয়া হয়। ফলে গাড়ি থামাতে বাধ্য হন অভিযুক্ত। সেখানেই তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement