হ্রদ থেকে উদ্ধার সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। ছবি: সংগৃহীত।
সড়ক দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল পাঁচ বন্ধুর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার ইয়ারাগিরিগুট্টার পোচমপল্লি থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ভোর ৫টায় কোঠাগুডেম থেকে থেকে পোচমপল্লিতে আসছিলেন ছয় বন্ধু। সেখানে রাস্তায় বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার পাশেই রয়েছে হ্রদ। গাড়িটি সোজা গিয়ে আছড়ে পড়ে হ্রদের জলে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়ির জানলার কাচ ভেঙে কোনও রকমে এক জন বেরিয়ে এলেও বাকিরা পারেননি। গাড়িসমেত হ্রদের জলে ডুবে যান।
পুলিশ জানিয়েছে, গাড়িতে ছ’জন ছিলেন। এক জন সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। তিনিই স্থানীয় লোকজনদের ঘটনাটি জানান। স্থানীয়েরা তার পর পুলিশে খবর দেন। পুলিশ এবং দমকল এসে উদ্ধারকাজ চালায়। গাড়ির ভিতর থেকে পাঁচ জনের দেহ উদ্ধার হয়। মৃতেরা হলেন, ভামসি, দীনেশ, হর্ষ, বালু এবং বিনয়। বেঁচে গিয়েছেন মণিকান্ত।
প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়েই এই দুর্ঘটনা। মণিকান্তকে জিজ্ঞাসাবাদ করে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।