ফাইল চিত্র।
শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় স্কুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল তেলঙ্গানা প্রশাসন। ওই বেসরকারি স্কুলটির লাইসেন্সই বাতিল করা নির্দেশ দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডি। যার অর্থ, চিরতরে বন্ধ হয়ে গেল বানজারা হিলসের ওই স্কুলটি। তবে শিক্ষামন্ত্রীর নির্দেশ, ওই স্কুলের পড়ুয়াদের অন্য স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করা হবে।
দু’মাস ধরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গত বুধবার স্কুলের এক গাড়ি চালককে গ্রেফতার করেছে তেলঙ্গানা পুলিশ। পদক্ষেপ করার ক্ষেত্রে গাফিলতির অভিযোগে গ্রেফতার হয়েছেন স্কুলের প্রিন্সিপালও। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। তার পরেই স্কুলের সরকার-প্রদত্ত স্বীকৃতি বাতিল করা হল। আচমকা এই ভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বড় সমস্যায় পড়েছেন পড়ুয়াদের অভিভাবকেরা। সরকার অবশ্য আশ্বাস দিয়ে জানিয়েছে, সব পড়ুয়াকেই কোনও না কোনও স্কুলে ভর্তি করানো হবে। সরকারি সূত্রে খবর, ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা অন্তত ৭০০। বছরের এই মাঝামাঝি সময়ে এত সংখ্যক পড়ুয়াকে অন্য স্কুলে ভর্তি করানো খুব একটা সহজ কাজ হবে না।
শিক্ষামন্ত্রী একটি কমিটি গঠন করারও নির্দেশ দিয়েছেন। যে কমিটির মাথায় থাকবেন শিক্ষা দফতরের সচিব। থাকবেন মহিলা ও শিশুকল্যাণ দফতরের সচিবও। স্কুলে পড়ুয়াদের হেনস্থা এবং ধর্ষণের মতো ঘটনা রুখতে কী কী পদক্ষেপ করা যেতে পারে, এক সপ্তাহের মধ্যে সেই সংক্রান্ত একটি রিপোর্ট সরকারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটিকে।