সৌদির মরুভূমিতে মৃত তেলঙ্গানার যুবক। ছবি: সংগৃহীত।
যে দিকে দু’চোখ যায় শুধুই বালি আর বালি। মাথার উপর চোখ রাঙাচ্ছে সূর্য। কোথাও এক ফোঁটা জল নেই। জনমানবশূন্য সৌদি আরবের সেই রাব আল খালি মরুভূমিতে হারিয়ে গিয়ে প্রাণও হারাতে হল এক ভারতীয় যুবককে। সঙ্গে ছিলেন তাঁর এক সহকর্মী। দু’জনেরই দেহ উদ্ধার হয়েছে।
মৃতের নাম মহম্মদ শাহজাদ খান। তেলঙ্গনার করিমনগরের বাসিন্দা তিনি। গত তিন বছর ধরে সৌদি আরবে চাকরি করেন। সেখানে একটি টেলিকমিউনিকেশন সংস্থায় নিযুক্ত তিনি। সৌদি আরবের রাব আলি খালি মরুভূমিতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন তিনি। ৬৫০ কিলোমিটার দীর্ঘ এই মরুভূমি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চল বলে পরিচিত। সৌদি আরবের দক্ষিণ থেকে আশপাশের দেশের কিছু অংশেও ছড়িয়ে পড়েছে মরুভূমি। দিনের বেলা তাপমাত্রা থাকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এ হেন রাব আল খালি মরুভূমিতে গিয়েছিলেন শাহজাদ। সঙ্গে ছিলেন এক সহকর্মী। তিনি সুদানের বাসিন্দা। মরুভূমিতে গিয়ে মোবাইলের জিপিএস সিগন্যাল ঠিক মতো কাজ করেনি। ফলে কোথায় রয়েছেন তাঁরা, তা আর বুঝতে পারেননি। বিপদ আরও নানা দিক দিয়ে ঘিরে ধরেছিল শাহজাদদের। মোবাইলের ব্যাটারির চার্জ ফুরিয়ে যায় তাঁদের। ফলে কাউকে ফোন করে আর সাহায্য চাইতে পারেননি। এর মাঝেই গাড়ির জ্বালানি শেষ হয়। এর পর ফুরিয়ে যায় খাবার এবং পানীয় জল। অন্য দিকে, দিনের বেলা তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। চরম এই আবহাওয়া এবং পরিস্থিতির বিরুদ্ধে আর লড়াই করতে পারেননি দু’জন। প্রয়োজনীয় রসদও ছিল না। তাই মৃত্যু হয় শাহজাদ এবং তাঁর সঙ্গীর। চার দিন পর, গত বৃহস্পতিবার গাড়ির কাছ থেকে উদ্ধার হয় দু’জনের দেহ। বালির উপর পড়েছিল নিথর দেহ দু’টি।