BJP

Telangana: দগ্ধ গাড়ির ট্রাঙ্ক থেকে উদ্ধার বিজেপি নেতার দেহ, চাঞ্চল্য তেলঙ্গানায়

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার মেদক জেলায়। ভি শ্রীনিবাস নামে ওই বিজেপি নেতা এক সময়ে বিজেপি-র জেলা সহ-সভাপতি ছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ১০:০৭
Share:

ছবি সংগৃহীত

এক স্থানীয় বিজেপি নেতাকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তেলঙ্গানায়। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার মেদক জেলায়। ভি শ্রীনিবাস নামে ওই বিজেপি নেতা এক সময়ে বিজেপি-র জেলা সহ-সভাপতি ছিলেন। মঙ্গলবার তাঁর আগুনে গাড়ির ভিতর শ্রীনিবাসের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে জানাচ্ছে পুলিশ। মেদকের পুলিশ সুপার চন্দনা দীপ্তি বলেন, ‘‘কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়ির ট্রাঙ্কে রয়েছে বিজেপি নেতার দেহ। তাঁকে গাড়ির ভিতর আটকে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।’’

Advertisement

শ্রীনিবাসের দেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement