শিবের সাজে তেজপ্রতাপ যাদব। ছবি টুইটার থেকে সংগৃহীত।
শ্রাবণ মাসে সারা দেশজুড়েই চলে শিবের আরাধনা। রাজনীতিক থেকে গ্রামের চাষী, যে যার মতো করে মেতে উঠেছেন মহেশ্বরের বন্দনায়। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপও শিবের ভক্ত। তিনিও মঙ্গলবার পটনার এক মন্দিরে গিয়েছিলেন শিবের পুজো দিতে। তবে পুজো দিতে গিয়ে শিবের মতো তাঁর সাজ নজর কেড়েছে সকলের।
মন্দিরে শিবের সাজে তেজপ্রতাপ যাদবের সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা তেজপ্রতাপের এই সাজ দেখে কৌতূক অনুভব করেছেন। অনেকে মজা করে বলছেন, তেজপ্রতাপের সাজ দেখে মনে হচ্ছে নিজের পরবর্তী ছবির শুটিং করতে এসেছেন।
যদিও শ্রাবণ মাসে বিশেষ সাজে শিবের পুজো দিতে যাওয়া নতুন নয় লালুর ছেলেদের কাছে। গত বছরও বাঘছাল প্রিন্টের পোশাক পরে, গলায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে, ডমরু বাজিয়ে পুজো দিয়েছিলেন লালুর ছেলেরা। পুজো দেওয়ার সেই ভিডিয়ো গত বছর ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এর আগে কৃষ্ণ সেজেও নিজের ছবি-ভিডিয়ো পোস্ট করেছিলেন তেজপ্রতাপ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কোলে এই বাচ্চাটি কে?
আরও পড়ুন: মোদীর নতুন ভারতও ছেলেই চাইছে, উত্তরাখণ্ডের ১৩২টি গ্রামে তিন মাসে জন্ম নেয়নি একটিও মেয়ে