বেঙ্গালুরুতে স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশ কমিশনারের দ্বারস্থ মা। —প্রতীকী চিত্র।
তিন বছরের সন্তানকে বলি দিতে চান স্বামী! বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের দুয়ারে গিয়ে এমনটাই অভিযোগ করলেন মহিলা। স্বামীর হাত থেকে বাঁচতে দ্রুত পুলিশের হস্তক্ষেপ চাইলেন। স্থানীয় থানায় গিয়ে লাভ হয়নি বলেও অভিযোগ করেন ওই মহিলা। তাঁর অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
বেঙ্গালুরুর কেআরপুরমের বাসিন্দা ওই মহিলা। পুলিশকে তিনি জানিয়েছেন, তিন বছরের পুত্রসন্তানকে হত্যা করতে চান তাঁর স্বামী। কালাজাদুর মাধ্যমে আরও ধনী হতে চান বলেই ছেলেকে বলি দেওয়ার পরিকল্পনা করেছেন। স্বামীর হাত থেকে ছেলেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন মহিলা। অভিযোগ, তাঁর, তাঁর পুত্রের এবং তাঁর মায়ের প্রাণসংশয় রয়েছে। তাঁর স্বামী তাঁদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। ছেলেকে বলি দিয়ে তিনি ‘কুট্টিপূজা’ করতে চান। তাই তাঁরা তিন জন পালিয়ে বেড়াচ্ছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।
মহিলা জানিয়েছেন, ২০২০ সালে আধি এশওয়ারের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। তাঁদের বিয়ে হয় ২০২১ সালে। পরে তিনি জানতে পারেন, স্বামী মুসলমান। তাঁর আসল নাম সাদাম। তাঁকে ইসলাম মতে বিয়েতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। এর পর মহিলা আরও জানতে পারেন, দীর্ঘ দিন ধরে তাঁর স্বামী কালাজাদুর নানা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। আরও বিত্তশালী হয়ে ওঠার জন্য স্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন, অভিযোগ মহিলার।
স্বামীর সংসার ছেড়ে সন্তানকে নিয়ে আগেই মায়ের কাছে চলে এসেছিলেন মহিলা। অভিযোগ, সেখানেও তাঁদের উপর হামলা করা হয়। প্রতিবেশীদের সাহায্য নিয়ে কোনও রকমে পালিয়ে বেঁচেছিলেন তাঁরা। এর পর স্থানীয় থানায় অভিযোগ জানান। থানা থেকে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। সংশ্লিষ্ট থানার কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, মহিলা এক বারই তাঁদের কাছে গিয়েছিলেন। অন্য থানার অধীনে তাঁর বাড়ি হওয়ায় তাঁকে সেখানে গিয়ে অভিযোগ জানাতে বলা হয়েছিল। তার পর মহিলা আর যোগাযোগ করেননি। প্রায় এক মাস পরে সোজা পুলিশ কমিশনারের দফতরে পৌঁছে যান মহিলা। সেখানে গিয়ে যাবতীয় অভিযোগ জানান এবং পুলিশের সাহায্য প্রার্থনা করেন। অভিযুক্তকে খুঁজছে পুলিশ।