শিক্ষকদের স্মারকলিপি

শিক্ষার অধিকার আইনের আড়ালে ছাত্র-শিক্ষকদের সঙ্গে ‘ছেলেখেলা’ চলছে হাইলাকান্দিতে— এমনই অভিযোগ করল জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনী। সম্মেলনীর কর্তারা এ নিয়ে জেলাশাসক ও জেলা প্রাথমিক শিক্ষাধিকারিকের হস্তক্ষেপ চেয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনীর সভাপতি বাসুদেব নাথ ও সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ লস্কর অভিযোগ করেন, হাইলাকান্দির শিক্ষা বিভাগের আধিকারিকরা ‘শিক্ষার অধিকার আইন’-এর নামে জেলার অনেক স্কুলকে কার্যত শিক্ষকশূন্য করে দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ০৩:৫৩
Share:

শিক্ষার অধিকার আইনের আড়ালে ছাত্র-শিক্ষকদের সঙ্গে ‘ছেলেখেলা’ চলছে হাইলাকান্দিতে— এমনই অভিযোগ করল জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনী।

Advertisement

সম্মেলনীর কর্তারা এ নিয়ে জেলাশাসক ও জেলা প্রাথমিক শিক্ষাধিকারিকের হস্তক্ষেপ চেয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনীর সভাপতি বাসুদেব নাথ ও সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ লস্কর অভিযোগ করেন, হাইলাকান্দির শিক্ষা বিভাগের আধিকারিকরা ‘শিক্ষার অধিকার আইন’-এর নামে জেলার অনেক স্কুলকে কার্যত শিক্ষকশূন্য করে দিয়েছেন। পড়ুয়ার অনুপাতে বেশি শিক্ষক থাকা স্কুল থেকে কয়েক জন শিক্ষককে অন্য জায়গায় বদলি করেছেন তিনি। কয়েকটি স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা বিএলও এবং এনআরসি-র দায়িত্বে থাকা শিক্ষকদেরও বদলি করে দিয়েছেন।

শিক্ষক সম্মেলনীর কর্তারা জানান, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর বদলি হওয়া শিক্ষকদের অধিকাংশই তাঁদের বদলি সংক্রান্ত আদেশের প্রতিলিপি এখনও হাতে পাননি। শিক্ষা বিভাগের কর্মীদের একাংশ ‘তুঘলকি কাণ্ড’ ঘটাচ্ছেন। কয়েকটি স্কুলের শিক্ষকদের অন্যায় ভাবে বদলি করে দেওয়ার আদেশ দ্রুত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনী। সংগঠনের তরফে জানানো হয়েছে, বিভাগীয় কর্তৃপক্ষ এ নিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে তাঁরা আন্দোলনে নামবেন। হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক কে কে বরুয়া জানান, জেলার প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক করার জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement