TATA

Tata-BigBasket Deal: ৯ হাজার কোটি বিনিয়োগে বিগ বাস্কেটের অংশীদারিত্ব কিনল টাটা, টক্কর জিয়ো-অ্যামাজনের সঙ্গে

বিগবাস্কেটের ৬৪.৩ শতাংশ অংশীদারিত্ব কিনে নিল টাটা। আগামী বছর ‘সুপার অ্যাপ’ আনার পরিকল্পনাও রয়েছে তাদের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মে ২০২১ ১৫:২৯
Share:

বিগবাস্কেটের মোটা অঙ্কের অংশীদারিত্ব কিনে নিল টাটা। —প্রতীকী চিত্র।

কোভিডে ঘরবন্দি মানুষ। ভরসা অনলাইন পণ্যেই। এমন পরিস্থিতিতে এ বার ডিজিটাল পণ্য পরিষেবার বাজার দখল করতে নেমে পড়ল শিল্প সংস্থা টাটা। অনলাইন মুদিখানা, কাঁচা সবজি, ফলমূল এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহকারী সংস্থা বিগবাস্কেট-এর বিপুল অঙ্কের অংশীদারিত্ব কিনে নিল তারা।

Advertisement

চিনা সংস্থা আলিবাবারও মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে বিগবাস্কেট-এ। বেশ কিছু দিন ধরেই তাতে বিনিয়োগের চেষ্টা করছিল টাটা। এ বছর এপ্রিলে তাতে সিলমোহরও দিয়ে দেয় ভারতীয় নিয়ন্ত্রক সংস্থা। সেই সময় জানা যায়, প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকায় বিগবাস্কেট-এর ৬৪.৩ শতাংশ অংশীদারিত্ব কিনছে টাটা।

শুক্রবার সেই চুক্তি পাকা হওয়ার কথা ঘোষণা করল টাটা। তাদের পূর্ণ ভর্তুকিপ্রাপ্ত সংস্থা টাটা ডিজিটাল সুপারমার্কেট গ্রোসারি সাপ্লায়েজ প্রাইভেট (এসজিএস)-এর অধীনস্থ বিগবাস্কেট-এর ৬৪.৩ শতাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছে।

Advertisement

২০১১ সালে বেঙ্গালুরুতে যাত্রা শুরু হয় বিগবাস্কেট-এর। বর্তমানে দেশের ২৫টি শহরে পরিষেবা দেয় তারা। ওই সংস্থা বিনিয়োগ করে এ বার সরাসরি অ্যামাজন, ফ্লিপকার্ট, জিয়োমার্ট এবং সফ্টব্যাঙ্কের বিনিয়োগ থাকা গ্রোফার্স-এর সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়ল টাটা। আগামী দিনে খাবার, জামাকাপড়, বৈদ্যুতিন সরঞ্জাম-সহ যাবতীয় পণ্য চটজলদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ায় বিশেষ ‘সুপার অ্যাপ’ আনার পরিকল্পনাও রয়েছে তাদের। ২০২২ অর্থবর্ষে সেই পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে এগোচ্ছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement