Marriage

ফেসবুকে আলাপ, বন্ধুকে বিয়ে করতে সুইডেন থেকে উত্তরপ্রদেশে এলেন তরুণী!

শুক্রবার উত্তরপ্রদেশের ইটাওয়ার একটি স্কুলে চার হাত এক হয়েছে ক্রিস্টেন লিবার্ট এবং পবন কুমারের। পবনের গলায় মালা দেবেন বলে সুইডেন থেকে এসেছেন ক্রিস্টেন।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১২:৩৯
Share:

উত্তরপ্রদেশের ইটাওয়ার একটি স্কুলে চার হাত এক হয়েছে ক্রিস্টেন লিবার্ট এবং পবন কুমারের। ছবি: সংগৃহীত।

ফেসবুকে আলাপ হয়েছিল। তার পর ক্রমে মন দেওয়া-নেওয়া। সেই ফেসবুক-বন্ধুকে বিয়ে করতে সুইডেন থেকে উত্তরপ্রদেশে ছুটে এলেন তরুণী। হিন্দু রীতি মেনে মালাবাদল করে বিয়ে সারলেন দু’জন। সেই ভিডিয়ো ভাইরাল।

Advertisement

শুক্রবার উত্তরপ্রদেশের ইটাওয়ার একটি স্কুলে চার হাত এক হয়েছে ক্রিস্টেন লিবার্ট এবং পবন কুমারের। পবনের গলায় মালা দেবেন বলে সুইডেন থেকে এসেছেন ক্রিস্টেন। এএনআই বিয়ের ভিডিয়ো প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে, ক্রিস্টেন লাল লেহঙ্গা-চোলি পরে বধূ সেজেছেন। হাতে মালা। পবন বরের বেশে।

২০১২ সালে দু’জনের আলাপ হয় ফেসবুকে। পবন দেহরাদূনের একটি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেছেন। এখন একটি সংস্থায় চাকরি করেন। বিয়ে নিয়ে পবনের পরিবারের কখনওই কোনও আপত্তি ছিল না। পবনের বাবা গীতম সিংহ জানিয়েছেন, তাঁর সন্তানের ইচ্ছা মেনে নিয়েছেন তাঁরা। গীতমের কথায়, ‘‘এই বিয়েতে আমাদের পূর্ণ সম্মতি ছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement