BT brinjal

বিটি বেগুনে আপত্তি-চিঠি

বিটি বেগুন পরীক্ষামূলক ভাবে চাষের ব্যাপারে মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছে স্বদেশি জাগরণ মঞ্চ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ০২:৪৯
Share:

প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গ-সহ আটটি রাজ্যে বিটি বেগুন পরীক্ষামূলক ভাবে চাষে আপত্তি তুলল আরএসএসের স্বদেশি জাগরণ মঞ্চ। মঞ্চের যুগ্ম-আহ্বায়ক অশ্বিনী মহাজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ চিঠি লিখে জানিয়েছেন, এই সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী।

Advertisement

বিটি বেগুন পরীক্ষামূলক ভাবে চাষের ব্যাপারে মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছে স্বদেশি জাগরণ মঞ্চ। তারা জানিয়েছে, এতে প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ অভিযান ধাক্কা খাবে। বিদেশি সংস্থার উপর নির্ভরতা বাড়বে। গোটা বিশ্ব স্বাস্থ্যকর জৈব চাষ করা শাকসব্জির দিকে ঝুঁকছে, জিন-প্রযুক্তিতে চাষ করে ফসলের উৎপাদন বাড়ানোর দিকে নয়। জিনের রদবদল করা বা ‘জেনেটিকালি মোডিফায়েড’ বিটি বেগুনের বাণিজ্যিক চাষে ১০ বছর আগে ইউপিএ সরকার স্থগিতাদেশ জারি করেছিল। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেজ়াল কমিটি’ নতুন ধরনের বিটি বেগুনের পরীক্ষামূলক ভাবে চাষের অনুমতি দিয়েছিল। পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কর্নাটক, ওড়িশা ও তামিলনাড়ুতে তিন বছরের জন্য পরীক্ষামূলক চাষের অনুমতি দেওয়া হয়। যা নিয়ে প্রথম থেকেই বিশেষজ্ঞরা আপত্তি তুলেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement