Car

নতুন গাড়ি চালিয়ে বাড়িতে ঢুকতেই বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে তুলে দিলেন পার্ক করা বাইকের উপর!

জানা গিয়েছে, শোরুম থেকে বেরিয়ে গাড়ির পুজো করান তিনি। তার পর বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ি গেট পর্যন্ত ঠিকমতো এসেছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ১৮:০৩
Share:

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি কাত হয়ে যায়। ছবি সৌজন্য টুইটার।

গাড়ি কেনার পর শোরুম থেকে চালিয়ে বাড়িতে ঢুকতেই দুর্ঘটনার মুখে পড়লেন এক ব্যক্তি। নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ি তুলে দিলেন বাড়ির সামনে পার্ক করা পর পর কয়েকটি বাইকের উপর। তার পর গাড়িটি কাত হয়ে পড়ে।

Advertisement

যদিও এই ঘটনায় চালক বা অন্য কেউ আহত হননি। তবে নতুন গাড়ি কেনার পর এমন বিপদের মুখে পড়তে হবে, তা কল্পনাও করতে পারেননি চালক। এই ঘটনায় কেউ হতাহত না হলেও পার্ক করা ৬-৭টি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গিয়েছে, শোরুম থেকে বেরিয়ে গাড়ির পুজো করান তিনি। তার পর বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ি গেট পর্যন্ত ঠিকমতো এসেছিলেন তিনি। গাড়ি নিয়ে বাড়ির সামনে আসতেই নিরাপত্তারক্ষী গেট খুলে দেন। গাড়ি বাড়ির ভিতরের দিকে এগোতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তার পরই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনাটি কোথাকার, তা অবশ্য জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement