প্রতিনিধিত্বমূলক ছবি।
স্কুলের মধ্যে ঝামেলা করার জন্য বরখাস্ত করেছিলেন কর্তৃপক্ষ। সেই রাগে স্কুলে ঢুকে ক্লাসের মধ্যে সহপাঠীর উপর ছুরি নিয়ে হামলা চালাল এক পড়ুয়া। শুধু তা-ই নয়, এক শিক্ষকের মাথায় ছুরির আঘাত করে পালায় সে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ত্রিচির শ্রীরঙ্গম বিদ্যালয়ে। সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলাকারী ছাত্রটি ওই স্কুলেরই দ্বাদশ শ্রেণির পড়ুয়া। বিজ্ঞান শাখায় পড়াশোনা করত সে। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ অভিযুক্ত সকলের চোখের আড়ালে একটি ক্লাসরুমে ঢুকে পড়ে। তার পর তারই সহপাঠীকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরি চালায়। আটকাতে গেলে শিবকুমার নামে এক শিক্ষকের মাথায় ওই ছুরি দিয়ে আঘাত করে। মাথা ফেটে যায় ওই শিক্ষকের।
স্কুল কর্তৃপক্ষ দ্রুত আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ঘটনার কথা বলতে গিয়ে স্কুলের এক শিক্ষক বলেন, ‘‘সম্প্রতি স্কুলের মধ্যেই বিজ্ঞান এবং কলা বিভাগের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই কারণে ওই ছাত্রকে বরখাস্ত করা হয়েছিল স্কুল থেকে। মনে হয়, সেই রাগেই ছুরি নিয়ে প্রতিশোধ নিয়ে এসেছিল।’’ প্রত্যক্ষদর্শীদের কথায়, অভিযুক্ত পড়ুয়ার গায়ে স্কুলের পোশাক ছিল না। মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।