National News

হায়দরাবাদে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে হত প্রাক্তন নকশাল নেতা

রবিবারই হায়দরাবাদ থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর চলে যাওয়ার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার সকাল থেকে গুলির লড়াই শুরু হল তেলঙ্গানার শাদনগর এলাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ১১:৫৭
Share:

ছবি: টুইটারের সৌজন্যে

রবিবারই হায়দরাবাদ থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর চলে যাওয়ার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার সকাল থেকে গুলির লড়াই শুরু হল তেলঙ্গানার শাদনগর এলাকায়।

Advertisement

সূত্রের খবর, হায়দরাবাদ শহর থেকে ৬০ কিলোমিটার দূরে মাহুবনগর জেলার নকশাল প্রভাবিত ওই এলাকার প্রাক্তন নকশাল নেতা নইমুদ্দিনকে মারতেই পুলিশ এই অভিযান চালিয়েছে। এ দিন সকাল থেকেই শাদনগরে নইমুদ্দিনের মিলেনিয়াম কলোনির বাড়িতে পুলিশের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। পুলিশ সূত্রে খবর, ‘নকশাল গ্রেহাউন্ড’ নামে নালগোন্ডা স্পেশ্যাল পুলিশের এই অভিযানে মারা গিয়েছেন প্রাক্তন নকশাল নেতা নইমুদ্দিন।

পুলিশের দাবি, প্রথম দিকে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলেও গত ১৫ বছর ধরে অপরাধ জগতে রীতিমতো রাজত্ব চালাতেন নইম। রিয়্যাল এস্টেটের ব্যবসাও ছিল তাঁর। তাঁর বিরুদ্ধে ২০টিরও বেশি খুনের মামলা রয়েছে। নইমকে খতম করতে রবিবার শেষ রাত থেকেই ওই এলাকায় গুলির লড়াই শুরু করে পুলিশের।

Advertisement

আরও পড়ুন: পাকিস্তানের হাসপাতালে আত্মঘাতী বিস্ফোরণে হত ৩০, জখম অন্তত ৩০

দেখুন ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement