সুস্মিতা দেব। ফাইল চিত্র।
বরাক-কন্যা সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই ত্রিপুরায় সংগঠনের কাজকর্ম দেখার দায়িত্ব পেয়েছেন। এখন তিনি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদও। তবে ২০২৩-র অগস্ট পর্যন্ত ওই পদে থাকতে পারেন তিনি। সুস্মিতা স্পষ্ট কিছু না-বললেও আজ ইঙ্গিত দেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত সম্মতি পেলে ২০২৪-এর লোকসভা নির্বাচনে নিজের পুরনো কেন্দ্র শিলচর আসন থেকেই লড়তে আগ্রহী তিনি।
সুস্মিতা জানান, দল বদলের আগে রাজ্যসভার টিকিট নিয়ে তৃণমূলের কারও সঙ্গে কথা হয়নি তাঁর। তবে এখন মনে হচ্ছে, তাঁর জন্য নয়, মা বীথিকা দেবের জন্য তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুস্মিতার কথায়, “তৃণমূলে সদস্যপদ নিয়ে যখন দিদির অফিসে গিয়েছি, তিনি মায়ের সঙ্গে ফোনে কথা বললেন। মা শুধু বলেছিলেন, তোমার হাতে মেয়েকে তুলে দিলাম। ওর রাজনৈতিক ভবিষ্যৎটা যেন সুরক্ষিত থাকে। জবাবে মমতা বলেন, ওকে অনেক বড় নেত্রী করব।” কোনও শর্ত ছিল না কি? সুস্মিতা বললেন, “শর্ত হয়েছে দলে যোগদানের পরে। দিদিকে বলেছিলাম, অসমে সংগঠন করার সুযোগ দিতে হবে। দিদি রাজি হলেন। পরে বললাম, ২০২৪-এ শিলচরে তৃণমূলের টিকিট দিতে হবে। হেসেই সব মেনে নিয়েছিলেন দলনেত্রী।”