মুখোমুখি বৈঠক হল ভারত ও পাকিস্তানের দুই বিদেশমন্ত্রীর। মঙ্গলবার, ইসলামাবাদে।
আফগানিস্তান নিয়ে ‘হার্ট অফ এশিয়া সম্মেলনে’র পঞ্চম মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে গত কালই ইসলামাবাদে পৌঁছন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ওই সম্মেলনে ১৭টি দেশ অংশ নিয়েছে। অতিথিদের সম্মানে দেওয়া নৈশভোজে কাল ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে একান্তে বেশ কিছু ক্ষণ আলোচনা হয় পাক বিদেশমন্ত্রী সরতাজ আজিজের। পরে ওই সম্মেলনে সুষমার পাশের আসনটিতে বসে থাকতে দেখা য়ায় পাকিস্তানের বিদেশমন্ত্রীকে। আজ সম্মেলন চলার সময়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গেও আলাদা ভাবে কথা বলবেন ভারতের বিদেশমন্ত্রী।
সুষমা বলেছেন, ‘‘দু’দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করতে আর সেই প্রয়াসকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই আমি ইসলামাবাদে এসেছি। এ ব্যাপারে আমি পাক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলব।’’
রাষ্ট্রপুঞ্জের জলবায়ু শীর্ষ সম্মেলন কি ভারত ও পাকিস্তানের সম্পর্কের ‘বরফ’ কিছুটা গলালো?
কিছু দিন থমকে থাকার পর মূলত ভারতের প্রধানমন্ত্রীর উদ্যোগেই দিন তিনেক আগে দু’দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক হয় ব্যাঙ্ককে। সেই বৈঠকে জম্মু-কাশ্মীর, সীমান্ত-সমস্যা, সন্ত্রাস দমনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ঘণ্টা চারেকের বৈঠক হয় দু’দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে। পরে তা নিয়ে সাংবাদিক সম্মেলনে যৌথ বিবৃতিও দেওয়া হয়।